নয়াদিল্লি: সদ্যই গত বছরের একবারে শেষবেলায় অস্ট্রেলিয়া সফরের মাঝেই অবসর ঘোষণা করেছিলেন আর অশ্বিন। বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথে তাঁর এমন হঠাৎ অবসরে অনেক প্রশ্ন উঠে। এবার তাঁর দীর্ঘদিনের আরেক সতীর্থের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অবসরের জল্পনা। কে সেই তারকা ক্রিকেটার?

তিনি অশ্বিনের দীর্ঘদিনের স্পিন জুড়িদার, তাঁর সতীর্থ, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ১০ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক স্টোরি আপলোড করেন জাডেজা। সেখানে তাঁর নাম লেখা ভারতীয় টেস্ট দলের একটি জার্সির ছবি আপলোড করেন জাডেজা। এই ছবি আপলোড করার পরেই অনেকে মনে করছেন যে জাডেজা হয়তো এই ছবির মাধ্যমে নিজের অবসরেরই ইঙ্গিত দিচ্ছেন।

 

 

রবীন্দ্র জাডেজা কিন্তু গত বছরেই বিশ্বজয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন। ৩৬ বছর বয়সি তারকা ৭৭টি টেস্ট খেলে ফেলেছেন। এবারে কি তিনি লাল বলের ক্রিকেট থেকেও অবসর নিচ্ছেন? বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-৩ স্কোরলাইনে ভারতীয় দলের পরাজয়ের পর দলের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়। আরেক সিনিয়র তারকা জাডেজার পারফরম্যান্সও খুব একটা আহামরি ছিল না। 

তিন টেস্টে জাডেজা মাত্র চারটি উইকেট নেন। ব্যাট হাতে ২৭-র গড় নিয়ে ১৩৫ রান করেছিলেন তিনি। তাঁর পারফরম্যান্স নিয়েও যে কাঁটাছেড়া হতে পারে, একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে জাতীয় নির্বাচকরা পরপর ব্য়র্থতার পর অভিজ্ঞতার পর তারুণ্যে ভরসা রাখার পক্ষে। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই একটি শক্তিশালী বেস তৈরি করতে আগ্রহী গম্ভীর। সেই রিপোর্টগুলির ভিত্তিতেই জাডেজার ভবিষ্যৎ নিয়ে হচ্ছে জল্পনা।

প্রসঙ্গত, জাডেজারা পারফর্ম না করলেও পারফর্ম করেছিলেন নীতীশ কুমার রেড্ডি। বক্সিং ডে টেস্টে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। তা সত্ত্বেও কিন্তু তরুণ এই অলরাউন্ডার আদৌ কতটা টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে সাফল্য পাবেন, তা নিয়ে সন্দিহান সঞ্জয় বাঙ্গার। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার মনে করেন নীতীশ মূূলত বিদেশের মাটিতে টেস্ট ফর্ম্য়াটের জন্যই অটোমেটিক চয়েস হতে পারেন। 

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন, 'নীতীশের কেরিয়ারের একেবারে শুরুর সময় এটা। যদি গত ১০-১২ বছরের হিসেব দেখি, তবে ভাবতে হবে এই পজিশনে কে দলের হয়ে পারফর্ম করেছেন বারবার। আমার মাথায় ইরফান পাঠানের নাম আসছে সবার আগে। ওঁ এমন একজন ক্রিকেটার যে নতুন বলেও দায়িত্ব নিতে পারত। উইকেট তুলত। আবার ব্যাট হাতেও দলের প্রয়োজনে বারবার রান করেছে।'

বাঙ্গার আরও বলেন, 'ইরফান অনূর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছিল। কিন্তু নীতীশের ক্ষেত্রে তেমনটা হয়নি। ও সেই বয়সটাও পেরিয়ে এসেছে। আমি ওকে দেখে এটাই মনে করি যে বিদেশের মাটিতে টেস্ট সিরিজের জন্য নীতীশ দলের অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার। কিন্তু দেশের মাটিতে টেস্ট হোক বা ওয়ান ডে ফর্ম্য়াট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ও কতটা দলে জায়গা করে নিতে পারবে, আমার সন্দেহ আছে।' রেড্ডি জাতীয় দলে অন্য ফর্ম্যাটে সুযোগ পান কি না, সেইদিকে কিন্তু সকলেরই নজর থাকবে।

আরও পড়ুন: আইপিএলে ব্রাত্য, বিগ ব্যাশে মাঠে নেমেই ব্যাট হাতে ইতিহাস গড়ে ফেললেন স্টিভ স্মিথ