মুম্বই: একদিক থেকে বল হাতে দৌড়ে আসছেন বুম বুম বুমরা (Jasprit Bumrah)। তাঁর নিখুঁত ইয়র্কারে ছিটকে যাচ্ছে ব্যাটারদের স্টাম্প। অন্য প্রান্ত থেকে আগুনে গতিতে বল করছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর স্যুইংয়ের বিষ ব্যাটারদের প্রাণ ওষ্ঠাগত করে তুলছে।


যে কোনও কোচের কাছে এরকম একটা পেস বোলিং আক্রমণ থাকলে গর্বিত হবেন। গৌতম গম্ভীরও (Gautam Gambhir) ব্যতিক্রমী নন। ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই খুশির খবর গেল গম্ভীরের কাছে। কারণ, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকা শামি সেরে উঠছেন। নেটে বোলিংও শুরু করেছেন।


গোড়ালির অস্ত্রোপচারের পরে নেটে ফের বোলিং শুরু করলেন মহম্মদ শামি। যদিও তিনি শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলে জায়গা করে নেওয়ার অবস্থায় নেই। আরও সময় লাগবে সম্পূর্ণ সেরে উঠতে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শামিকে নিয়ে আশার আলো দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।


ভারতীয় দলের জার্সিতে শেষবার শামি মাঠে নামেন ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি। গোড়ালিতে সমস্যা নিয়েই খেলছিলেন। বিশ্বকাপের পর গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় শামির। এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশানল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রয়েছেন ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করা পেসার। তিনি ফিট হয়ে ওঠার মুখে। নিজেই ভিডিও পোস্ট করে জানালেন সে কথা।


 






নিজের চোট ও ফিটনেস নিয়ে শামি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন। মঙ্গলবার শামির তেমনই একটি ভিডিও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তুলেছে। শামির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে বল করছেন তিনি। বিশ্বকাপের পর থেকে শামিকে প্রথমবার বল করতে দেখেই চর্চা শুরু হয়ে যায়, জাতীয় দলের জার্সিতে কবে দেখা যাবে ডানহাতি পেসারকে?                


আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।