চেন্নাই: আসন্ন আইপিএল মরশুমের আগে রাজস্থান রয়্যালস থেকে ট্রেডিংয়ের মাধ্যমে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন। মহেন্দ্র সিংহ ধোনি সিএসকে শিবিরে থাকলেও স্যামসনকে দলে নেওয়া হয়েছে। অন্য়দিকে রবীন্দ্র জাডেজা ও স্যাম কারান যোগ দিয়েছেন রাজস্থান শিবিরে। কিন্তু নতুন মরশুমে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন স্য়ামসন।
যদিও এখনও আইপিএল ২০২৬ শুরু হতে অনেক দেরি। কিন্তু তার অনেক আগেই চেন্নাই সুপার কিংস তাঁদের সোশ্যাল মিডিয়ায় স্যামসনের জার্সি নম্বর ঘোষণা করে দিল। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১১ নম্বর জার্সিতে খেলতেন স্যামসন। সেই নম্বরই চেন্নাই সুপার কিংসে গিয়েও পেয়ে গেলেন তারকা উইকেট কিপার ব্যাটার। যদিও দেশের জার্সিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কিন্তু ১১ নয়, ৯ নম্বর জার্সি পরে খেলতে নামেন স্য়ামসন।
এখনও পর্যন্ত স্যামসনের জার্সি নম্বর জানা গেলেও সিএসকে একাদশে কীভাবে স্য়ামসনকে খেলানো হয়, তা দেখার আছে। কারণ উইকেটের পেছনে তো মহেন্দ্র সিংহ ধোনিকেই দেখা হওয়ার কথা।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সঞ্জু স্যামসন এখন ট্রেডে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে তিনিও তো উইকেট কিপার ব্যাটার। তাহলে কি ধোনির উপস্থিতিতে স্যামসন কি সুযোগ পাবেন একাদশে? প্রখ্যাত সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, ''চেন্নাই সুপার কিংস স্যামসনকে উইকেট কিপার ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনিকে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে খেলানো যেতে পারে।''
শনিবার স্যামসনকে ট্রেডের মাধ্যমে দলে নেওয়ার খবর সরকারিভাবে সিএসকের তরফে জানানো হয়েছে। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন। অপরদিকে, গত মরশুমে রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় মহেন্দ্র সিংহ ধোনিকে পুনরায় হলুদ ব্রিগেডের নেতৃত্ব দিতে দেখা যায়। যদিও আগামী মরশুমে ফের রুতুরাজকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ধোনি ও স্যামসন যদি একসঙ্গে খেলেন, সেক্ষেত্রে কিন্তু অশ্বিনের দেওয়া প্রস্তাব মতই একাদশে ২ জনকেই খেলানো যেতে পারে।