মুম্বই: গত আইপিএলের (IPL) মাঝে আচমকাই টেস্ট ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্য়ান্ড সফরের আগে রোহিত সরে দাঁড়ান লাল বলের ক্রিকেট থেকে। এরপর শুভমন গিলকে (Shubhman Gill) নেতৃত্বভার তুলে দেওয়া হয়। এরপর অস্ট্রেলিয়া সফরের আগে হঠাৎ করেই রোহিত শর্মাকে সরিয়ে ওয়ান ডে ফর্ম্যাটের নেতৃত্বভার তুলে দেওয়া হয় গিলের কাঁধে। এই পরিস্থিতিতে শুধুমাত্র টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই গিলকে সহ অধিনায়ক করা হয়েছে। সূর্যকুমার যাদব এই ফর্ম্যাটে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। কিন্তু ৩৪ পেরনো সূর্য কি দ্রুত নেতৃত্ব হারাতে চলেছেন? 

Continues below advertisement

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবকে নেতৃত্বভার তুলে দেওয়া হয় কুড়ির ফর্ম্যাটে। সম্ভাবনা ছিল যে হার্দিক পাণ্ড্যকেই হয়ত এই ফর্ম্য়াটে নেতৃত্বভার তুলে দেওয়া হবে। কিন্তু সবাইকে চমকে সূর্যকে দায়িত্ব দেওয়া হয়। এই ফর্ম্য়াটে নেতৃত্বভার পাওয়ার পর যদিও দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সূর্যর নেতৃত্বেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। কিন্তু গত এক বছরে একেবারেই পারফরম্য়ান্স ভাল নেই সূর্যর। ব্যাট হাতে রান পাচ্ছেন না কোনও সিরিজেই। এই পরিস্থিতিতে নেতৃত্বভার কি হারাতে চলেছেন ডানহাতি ব্যাটার? এছাড়া দুটো ফর্ম্য়াটে যেখানে গিল নেতৃত্বে, তাহলে কি কুড়ির ফর্ম্যাটও গিলের কাঁধেই নেতৃত্বভার তুলে দেওয়া হবে দ্রুত?

সূর্যকুমার বলছেন, ''মাঠে ও মাঠের বাইরে আমার ও গিলের সম্পর্ক দারুণ। ওকে খুব ভাল করে চিনি। দারুণ মানুষ একজন গিল। ক্রিকেটার হিসেবে ও অধিনায়ক হিসেবে যে সাফল্য পাচ্ছে ও, তাতে আমি বেজায় খুশি। আমি নিজে পরিশ্রম করতে চাই। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। অন্য় কিছু নিয়ে ভেবে আমার কিছু হবে না। তাই নেতৃত্ব হারানোর কোনও ভয় আমার মধ্যে কাজ করে না।''

Continues below advertisement

এখনও পর্যন্ত কুড়ির ফর্ম্য়াটে সূর্যকুমার দেশের জার্সিতে ৩৪ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। ২৭ ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছে। পাঁচটি ম্যাচে হেরেছে দল। রোহিত শর্মার থেকেও এই ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে জয়ের শতকরা হার বেশি। অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ফের একবার সূর্যর নেতৃত্বে ভারতীয় দল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে আগামী ৯ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচ হবে কটকে।