মুম্বই: সিডনিতে চোট পেয়েছিলেন। তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে নিয়ে রীতিমত চিন্তা বেড়েছিল। ফিল্ডিং করার সময় একটি ক্য়াচ নিতে গিয়ে তাঁর পাঁজরে চোট লাগে তারকা ব্যাটার। রক্তক্ষরণ হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁকে সিডনিতে একটি বেসরকারি হাসপাতালে দ্রুত আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু সেখান থেকে ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন। এবার তাঁকে নিয়ে বোর্ডের তরফেও এক বিবৃতি দেওয়া হল।
বিসিসিআইয়ের তরফে যে প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে শ্রেয়সের চোট নিয়ে জানানো হয়েছে, '''শ্রেয়সের চোট দ্রুত নির্ধারণ করা সম্ভব হয়েছিল। একটা ছোট্ট অপারেশন করানো হয়। ওই অপারেশনের পরই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। একেবারে সঠিক চিকিৎসা হয়েছে। আপাতত ওর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছে। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে।''
বোর্ডের বিবৃতিতে আরও জানানো হয়েছে, সিডনির চিকিৎসক কৌশিক হাঘিগি ও তাঁর দল ছাড়াও ভারতীয় চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ভারতে আসছেন না শ্রেয়স। আপাতত সিডনিতেই থাকবেন। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করবেন। শ্রেয়স যখন একেবারে ফিট হয়ে উঠবেন, তখনই ভারতে আসবেন।
সিডনিতে অ্য়ালেক্স ক্যারির ক্যাচ ধরার সময় মাটিতে আছাড় খেয়ে পড়েন। তখনই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। ড্রেসিংরুমে ফিজিওর সঙ্গে ফিরে আসার পর জ্ঞান হারিয়ে পড়ে যান। সূর্যর বোন দিনাল যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে যে তাঁর ইন্সটাগ্রামের স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে দেখা যায়, সুইমিং পুলে ছট পুজো করছেন সূর্যর মা। সেখানেই পোস্টের নীচে লেখা রয়েছে যে 'মা শ্রেয়স আইয়ারের জন্য প্রার্থনা করছেন।'
প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সূর্যকুমার যাদব বলেছিলেন,''আমরা ওর সঙ্গে কথা বলেছি। ওর চোটের বিষয়ে জানতে পেয়ে আমি ওকে ফোন করেছিলাম। তখন বুঝতে পারি যে শ্রেয়সের সঙ্গে ওর ফোন নেই। তারপর আমাদের ফিজিও কমলেশ জৈনকে ফোন করে জানতে পারি ওর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। প্রথম দিন ও কেমন ছিল, সেই নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে আপাতত ওকে ঠিকঠাক দেখাচ্ছে। শেষ দুই কথা হয়েছে ওর সঙ্গে এবং ও রিপ্লাইও দিচ্ছে। ফোনে যখন রিপ্লাই করতে পারছে, তখন ও স্থিতিশীল বোঝাই যাচ্ছে।''