বেঙ্গালুরু: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2023), তারপর ঘরের মাছেই বসবে বিশ্বকাপের আসর। এই দুই মেগা টুর্নামেন্টের আগে ভারতীয় (Indian Cricket Team) মিডল অর্ডারের দুই স্তম্ভ শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের (KL Rahul) ফিটনেস উদ্বেগ বাড়ানচ্ছে টিম ইন্ডিয়ার অনুরাগীদের। দীর্ঘদিন ধরেই এই দুই তারকা চোটের কারণে দলের বাইরে রয়েছেন। খবর অনুযায়ী, তাঁদের ফিটনেসের আপডেট পাওয়ার জন্যই ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপের দল ঘোষণা এখনও ঘোষণা করা হয়নি।
দিনকয়েক আগেই ঋষভ পন্থ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শ্রেয়স আইয়ার ও রাহুলের ব্যাটিং করার একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন। এবার ভারতীয় অনুরাগীদের জন্য আরও সুখবর। এনসিএ-তে কিপিং করাও শুরু করে দিয়েছেন রাহুল। দীর্ঘ সময় তাঁকে কিপিং দস্তানা হাতে অনুশীলন করতে দেখা গিয়েছে। জাতীয় দলের নিয়মিত কিপার পন্থ এখনও ফিট নন। বিশ্বকাপের আগে তাঁর ফেরার সম্ভাবনাও প্রায় নেই। সেক্ষেত্রে রাহুল কিপার হিসাবে ভারতীয় দলের বিকল্প হতে পারেন। তাই তাঁর দীর্ঘসময় কিপিং করাটা কিন্তু ভীষণই ইতিবাচক বিষয়।
এক সূত্র পিটিআইকে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'রাহুল সাম্প্রতিক সময়ে ম্যাচ সিমুলেশন প্রোগামে ফিটনেসের দারুণ উন্নতি দেখিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ওঁ দীর্ঘ সময় কিপিং অনুশীলনও করেছেন। সপ্তাহের শুরুর দিক থেকেই ওঁ ব্যাটিং অনুশীলন করছিল, এবার কিপিং করাটাও শুরু করে দিল।'
রাহুলের মতো শ্রেয়স আইয়ারও সাম্প্রতিক সময়ে দারুণ ফিটনেস দেখিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, তিনি মাঠে ফেরার একেবারের কাছাকাছি চলে এসেছেন। খুব শীঘ্রই বিসিসিআইয়ের তরফে এই দুই তারকার ফিটনেস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সপ্তাহেই দুই তারকার ফিটনেস পরীক্ষা করতে দুইটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ দু'টি থেকে জাতীয় নির্বাচকদের একটা স্পষ্ট ধারণা হতে পারে ম্যাচ পরিস্থিতিতে দুজনে কেমন পারফর্ম করছেন, কতটা সাড়া দিচ্ছে তাঁদের শরীর।
তবে এই তারকার ফিটনেস নিয়ে এতদিনের জল্পনা-কল্পনা অবশেষে সমাপ্ত হতে চলেছে। খবর অনুযায়ী সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হবে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: রিচার্ডসের শুরু, গাওস্করের শেষের সাক্ষী, চিন্নাস্বামী স্টেডিয়ামের পরতে পরতে ইতিহাস