নয়াদিল্লি: ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে অবসর (Retirment) ঘোষণা করলেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy Retirement)। ২০১৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের রানার্স আপ ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বেদা। ২০২০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই দলেরও সদস্য ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে ছিলেন ডানহাতি বিস্ফোরক এই মহিলা ব্যাটার। এবার ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বেদা।  

নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা পোস্ট করে লিখেছেন, ''আমি ছোট একটা শহরের মেয়ে হলেও অনেক বড় বড় স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখতে ভীষণ ভালবাসতাম। কদুরের গলি থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরার সৌভাগ্য অর্জন করেছি। এই ক্রিকেট আমাকে খুশি, যন্ত্রণা, লক্ষ্য এবং পরিবার সবকিছু দিয়েছে। আজ আমি এই খেলাকে বিদায় জানাচ্ছি। কিন্তু ক্রিকেটকে নয়। আমার পরিবার, ভারতীয় ক্রিকেট দলের সতীর্থ, কোচ, বন্ধুবান্ধব এবং পর্দার পেছনে থাকা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।''

 

দেশের জার্সিতে মোট ৪৮টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন বেদা। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৭৬টি ম্য়াচ খেলেছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ৮২৯ রান করেছেন। টি-টোয়েনট্ি ফর্ম্য়াটে ৮৭৫ রান করেছেন। আটটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে ওয়ান ডে-তে। টি-টোয়েন্টিতে দুটো অর্ধশতরান করেছেন।  উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেছেন। গুজরাত জায়ান্টসের জার্সিতে খেলেছেন। যদিও রান পাননি সেভাবে। 

ম্য়াঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরি রুটের

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ফর্ম অব্যাহত জো রুটের। তৃতীয় টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এদিকে, ম্যাঞ্চেস্টারে তৃতীয় টেস্টে শতরান হাঁকালেন জো রুট। কেরিয়ারের ৩৮ তম টেস্ট শতরান হাঁকালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। ভারতের বিরুদ্ধে সর্বাধিক ১২টি শতরান এই ফর্ম্য়াটে পূরণ করে ফেললেন রুট। টেস্ট ক্রিকেটে ১৫৯২১ রান করে সচিন তেন্ডুলকর রানের নিরিখে সবার আগে রয়েছেন। তাঁর পরেই এবার জো রুটের স্থান। তিনি এখনও পর্যন্ত ১৩৩৭৯ রান করে ফেলেছেন। প্রথম ইনিংসে ১৫০ রান করে আউট হন রুট।