ইডেন: আজ ঘরের মাঠে আরও একবার নামতে চলেছে কেকেআর। আগের ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ১ রানে কষ্টার্জিত জয় ছিনিয়ে নিয়েছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। গতকাল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) হেরে যাওয়ায় কলকাতার জন্য কিছুটা সুবিধে হয়ে গিয়েছে। তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই রয়ে গিয়েছে। অন্য়দিকে সানরাইজার্স এক ম্য়াচ বেশি খেলে কেকেআরের সমান পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছে। ফলে তারা তিন নম্বরে নেমে গিয়েছে। 


কাদের ম্যাচ?


আজ কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 









ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। 


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।


ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাটিং করতে নেমে দুশোর মধ্যে রান বোর্ডে তুলেছে যে কোনও দল। মাঠ ছোটো ইডেনে। এখানে বল সরাসরি ব্যাটে আসে। এছাড়াও বাউন্ডারির ছোট সাইডটিকে কাজে লাগাতে চান যে কোনও ব্যাটার। পারফরম্য়ান্স একেবারেই তলানিতে। তার ওপর চোট পেয়ে পাঞ্জাব ম্য়াচে নিশ্চিত কেকেআরের তারকা পেসার মিচেল স্টার্ক। তার বদলে আজ দুষ্মন্ত চামিরাকে খেলানো হতে পারে।


 






পাঞ্জাব কিংসের সবচেয়ে বড় শক্তি এখন ওদের মিডল, লোয়ার অর্ডার। শিখর ধবন ফিরবেন কি না আজকের ম্য়াচে তা নিশ্চিত নয় এখনও। কিন্তু এর মধ্যেই একটা বিষয় বলা ভাল যে শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মা রয়েছেন।  তারা দুজনেই গত কয়েকটি ম্য়াচে ধারাবাহিকভাবে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপকে ভরসা জুগিয়েছেন। বল হাতে নজর কেড়েছেন হর্ষল পটেল। এক সাক্ষাৎকারে ডানহাতি এই পেসার এবিপি লাইভকে ম্য়াচের আগের দিন জানিয়েছিলেন, '' 'শশাঙ্ক পুরো দস্তুর অভিজ্ঞ ক্রিকেটার। নতুন মুখ নয়। আমরা জানি ও কী করতে পারে। আর আশুতোষের মতো ক্লিন হিটিং বড় একটা দেখিনি। ওরা আমাদের দলের সম্পদ।'