ইস্ট লন্ডন: দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই সিরিজের ম্যাচেই আট উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে (INDW vs WIW) পরাজিত করল ভারত। সৌজন্যে দীপ্তি শর্মা (Deepti Sharma) ও জেমাইমা রডরিগেজ।


ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং


ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে ইনিংসের চতুর্থ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার রাশাদা উইলিয়ামসনকে আট ও  শিমেন ক্যাম্পবেলকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন। তিনি ৩৪ বলে ৩৪ রান করেন। তবে মিডল অর্ডারের কেউই তাঁকে যোগ্য সঙ্গ দেননি। সাত নম্বরে নেমে জাইদা জেমস লড়াকু ২১ রানের ইনিংস খেলেন বটে। তবে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ৯৪ রানের বেশি করতে পারেনি।


জেমাইমা-হরমনপ্রীতের পার্টনারশিপ


জবাবে ভারতীয় দলের শুরুটাও ভাল হয়নি। মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন স্মৃতি মান্ধানা। আট রানে প্রথম উইকেট হারায় ভারত। তিনে নামা হরলীন দেওলও ১৩ রানের বেশি করতে পারেননি। কিন্তু স্মৃতি ব্যর্থ হলেও, আরেক ভারতীয় ওপেনার জেমাইমা নিজের ইনিংস চালিয়ে যান। তিনি ৪২ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরও তাঁকে যোগ্য সঙ্গ দেন। তিনি ৩২ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে জেমাইমা ও হরমনপ্রীতের ৬৪ রানের পার্টনারশিপই ভারতকে ৩৭ বল ও আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতিয়ে দেয়। 


হৃষিকেশে বিরুষ্কা


বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ চললেও, সেই সিরিজে ভারতী. দলে বিরাট কোহলি (Virat Kohli) নেই। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের আগে আপাতত বিশ্রামে রয়ছেন কোহলি। বিশ্রামের মাঝেই স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে হৃষিকেশে পৌঁছে গেলেন কোহলি। স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে পুজো করতে দেখা যায় 'বিরুষ্কা'কে (Virushka)।


খবর অনুযায়ী বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আশ্রমেই সকলের সঙ্গে পুজো অর্চনা করবেন এবং তারকা দম্পতির তরফে এক লঙ্গরেরও আয়োজন করা হয়েছে। বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে চললেও, বিরাট এই সিরিজে ভারতীয় দলের অঙ্গ নন। তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এই সুযোগেই আশ্রমে পৌঁছে গেলেন বিরুষ্কা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও ভারত-শ্রীলঙ্কা সিরিজেও বিশ্রামে থাকাকালীন বৃন্দাবনের এক আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। তারপরেই মাঠে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকান বিরাট। এবার সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজেও বিরাট কোহলির শতরান হাঁকান কি না, সেটাই দেখার।


আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশে ভারতের ৩ ক্রিকেটার