আমদাবাদ: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল নামবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে নেমেছিল গুজরাত। চেন্নাইয়ের বিরুদ্ধে যদিও সেই ম্যাচে হারতে হয় তাদের। কোয়ালিফায়ার ২ তে ফের একবার সুযোগ রয়েছে হার্দিকদের সামনে। অন্যদিকে রোহিতের মুম্বই লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরে দুর্দান্ত খেলে ৮১ রানে জয় ছিনিয়ে নিয়েছে।
কালকের ম্যাচ
কাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিয়াফায়ারে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে
কােথায় হবে খেলা?
কখন দেখবেন খেলা?
কাল খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন খেলা?
স্টার স্পোর্টসের যে কোনও চ্যানেলে কালকের গুজরাত বনাম মুম্বই ম্যাচটি দেখা যাবে
অনলাইনে দেখা যাবে খেলা?
অনলাইনে এই খেলা দেখা যাবে জিও সিনেমায়।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩ বার মুম্বই ও গুজরাত মুখোমুখি হয়েছে একে অপরের সঙ্গে। তার মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। একবার জিতেছে হার্দিক পাণ্ড্যর দল। নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে মোট ২৫টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে রান তাড়া করতে নামা দল। অন্যদিকে ১২টি ম্যাচ জিতেছে প্রথমে ব্য়াটিং করা দল।
এই মাঠে আইপিএলে এখনও পর্যন্ত ৮টি ম্য়াচ খেলেছে গুজরাত টাইটান্স। তার মধ্যে পাঁচবার জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। ৩ বার হারতে হয়েছে গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্স এই মাঠে মোট ৩টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ২বার হেরেছে রোহিত শর্মার দল। ১ বার হারতে হয়েছে মুম্বই শিবির।
এবারের আইপিএলে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। সেই ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছিল গুজরাত। সাম্প্রতিক ফর্ম ধরলে এই ম্যাচেও মুম্বইকেই ফেভারিট মনে হবে। মুম্বইয়ের বোলাররা দুরন্ত ছন্দে। যা ক্যাপ্টেন রোহিত শর্মার বিরাট ভরসা।
বোলিংয়ে গুজরাতও পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেরা বোলারের তালিকায় প্রথম দুইয়ে হার্দিকের দুই যোদ্ধা - মহম্মদ শামি ও রশিদ খান। ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শামির দখলে। ২৫ উইকেট নিয়ে দুই নম্বরে রশিদ খান। মুম্বইয়ের বিরুদ্ধে দুজনের ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।