লখনউ: আইপিএলের মাঠের লড়াইয়ের থেকেও রোমাঞ্চ ছড়িয়ে এবার মাঠের বাইরের একটি লড়াই। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিন নতুন নতুন মিম। একের বিরুদ্ধে অপরকে টেনে এনে সমালোচনা। বিরাট কোহলি (Virat Kohli)-নবীন উল হক (Naveen Ul Haq) পর্ব যেন শেষই হতে চাইছেন না। আফগান বোলারদের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এক ম্যাচে। এরপর থেকেই চলছে সেই লড়াইয়ের রেষ। আরসিবি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছিলেন আফগান পেসার। অন্যদিকে বিরাট ভক্তরাও যেভাবে বিদ্রুপ করেছিলেন নবীনকে, তার জন্য নিজের সোশ্য়াল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ রাখতে হয়েছিল তাঁরে। এবার বিরাটকে নিয়ে ফের মুখ খুললেন নবীন উল হক। 


কী বলছেন নবীন উল হক?


সেই ঘটনার পর যতবারই যে মাঠেই খেলতে গিয়েছেন লখনউয়ের জার্সিতে সেই মাঠেই কোহলির নাম চিৎকার করা হয়েছে নবীনের সামনে। যদিও তা নিয়ে ভাবতে রাজি নন আফগান পেসার। তিনি বলছেন, ''আমি বিষয়টা ভীষণ উপভোগ করি। বিরাট হোক বা যে কোনও প্লেয়ারই হোক যার নামই আমার সামনে চিৎকার করা হয়, তা আমাকে নিজের দলের হয়ে খেলার জন্য আরও উদ্বুদ্ধ করে।''


উল্লেখ্য, গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলা এই পেসার। কিন্তু এরপরও তাঁর দল জেতেনি। ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে অল আউট হয়ে যায় ক্রুণাল পাণ্ড্যর দল। টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছে লখনউ। তবে নবীনকে দেখলেই বিরাটের নাম করে খোঁচা দেওয়াটা বন্ধ হয়নি গতকালের ম্যাচেও।


গোটা আইপিএল জুড়েই বারংবার শিরোনামে উঠে এসেছেন নবীন। আরসিবি-লখনউ ম্যাচে তাঁর ও বিরাট কোহলির বাদানুবাদ শিরোনাম কেড়ে নিয়েছিল। এরপরেই একাধিকবার আরসিবির ব্যর্থতায় আমের ছবি দিয়ে কোহলিকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন নবীন। তিনি একদা বিরাট কোহলির ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচ চালিয়ে আম খেতে খেতে গোটা বিষয়টা উপভোগ করার একটি ছবি শেয়ার করেছিলেন। এমনকী, আরসিবি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর একটি হাসির মিম ভিডিও আপলোড করেন নবীন। এবার তাঁকে পাল্টা দিলেন মুম্বইয়ের তারকারা। 


ম্যাচ শেষে মুম্বইয়ের তারকা ত্রয়ী টেবিলে আম রেখে একটি ছবি আপলোড করেন। সেই ছবির ক্যাপশনে লেখা, 'আমের মিষ্টি মরসুম।' ছবিতে তিন তারকাকে চোখ, মুখ ও কান ঢেকে পোজ দিতে দেখা যায়। যদিও সেই ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাক্রমে, নবীনের সতীর্থ আবেশ খানও কিন্তু ওই ছবিতে লাইক দিয়েছিলেন। খোঁচা দিতে ছাড়েনি খাবার ডেলিভারি অ্যাপও। এই ঘটনার পর কিন্তু লখনউ দল আম সংক্রান্ত একাধিক শব্দ মিউট করে দিয়েছে।