নয়াদিল্লি: গত বছরের শেষের দিকে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের (Indian Cricket Team) তারকা কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। নববর্ষে পরিবারকে সারপ্রাইজ দেওয়ার লক্ষ্যেই তিনি নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন ঋষভ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চালাচ্ছেন পন্থ। তবে আসন্ন বিশ্বকাপের আগে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। 


পন্থের দিল্লি ক্যাপিটালসের সতীর্থ ইশান্ত শর্মা (Ishant Sharma) তাঁর মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে যা বললেন, তা ভারতীয় অনুরাগীদের জন্য খুব একটা সুখকর নয়। ইশান্তের দাবি দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে পরের আইপিএলেও মাঠের বাইরেই থাকতে হতে পারে। তিনি বলেন, 'পন্থের চোটটা তো ছোট নয়, তাই আমার মনে হয় আমার মনে হয় ও পরের আইপিএলের সময়ও ফিট নাও হতে পারে। দুর্ঘটনাটা খুবই গুরুতর। ও সবে ব্যাটিং এবং কিপিং করা শুরু করেছে। তবে রান নেওয়া, তারপর দ্বিতীয় রান নেওয়ার সময় ঘোরা, কিপার-ব্যাটারদের আরও অনেক কিছু করতে হয়, যা এত দ্রুত করাটা সহজ নয়।'


এরপরেই তিনি আরও যোগ করেন, 'ভাল বিষয় হল, ওকে দ্বিতীয়বার অস্ত্রোপ্রচার করতে হয়নি। ওকে যদি দ্বিতীয়বার অস্ত্রোপ্রচার করাতে হত, তাহলে আরও বেশিদিন মাঠের বাইরে থাকতে হত। ওর একবারই অস্ত্রোপ্রচার হয়েছে বটে, তবে আমার মনে হয় না ও বিশ্বকাপের আগে ফিট হবে। যদি আইপিএলের আগে ফিট হতে পারে, তাহলে খুবই ভাল হবে।'


প্রসঙ্গত, সদ্য়ই বিসিসিআইয়ের তরফে ঋষভ পন্থের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট দেওয়া হয়েছে। ভারতীয় বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'নিজের রিহ্যাব প্রক্রিয়ায় দারুণ উন্নতি ঘটিয়েছেন পন্থ। তিনি নেটে ব্যাটিং এবং কিপিং করাও শুরু করে দিয়েছেন। ওঁ বর্তমানে ওঁর জন্য তৈরি করা একটি নির্দিষ্ট ফিটনেস পোগ্রাম অনুযায়ী রিহ্যাব করছে। সেখানে দৌড়নোর পাশাপাশি স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর অনুশীলনও রয়েছে।' তবে পন্থের মাঠে ফেরার সময় নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশাই রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হরমোনের খেয়ালখুশিতেই পুরুষের তুলনায় মহিলাদের মাইগ্রেন-যন্ত্রণা ৩ গুণ বেশি, মোকাবিলায় কী করবেন?