কলকাতা: দলকে আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন করতে অন্যতম মুখ্য ভূমিকা ছিল তাঁর। আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। আইপিএল শেষ হতেই সাত পাকে বাঁধা পড়লেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।


২৬ মে আইপিএল ফাইনালে হাফসেঞ্চুরি করেছিলেন বেঙ্কটেশ আইয়ার। আইপিএল শেষ হওয়ার পর চেন্নাইয়ে শাহরুখ খান-জুহি চাওলাদের সঙ্গে রাতভর পার্টি করেছিলেন। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে অবশ্য সুযোগ পাননি বেঙ্কি। রবিবার তিনি বিয়ে সারলেন শ্রুতি রঘুনাথনের (Shruti Raghunathan) সঙ্গে। কোয়েম্বাত্তুরে হল বিয়ের অনুষ্ঠান। দক্ষিণ ভারতীয় কায়দায় হল বিয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের ছবি শেয়ার করেছে নাইট শিবিরও। সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল।


সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, আইয়ার পরে রয়েছেন মান্ডু। দক্ষিণ ভারতীয় যে পোশাক বিয়ের সময় পরা হয়। সাদা ধুতি। কনেকে মাল্যদান করছেন তিনি। কনে শ্রুতি পরেছিলেন নীল শাড়ি। গোটা শাড়িতে জরির কাজ। কলকাতা নাইট রাইডার্সের তরফে সেই ছবি পোস্ট করে লেখা হয়, 'অনেক অভিনন্দন বেঙ্কটেশ ও শ্রুতি। তোমাদের জীবনেও জয় পাবে।'


 






প্রসঙ্গত, দিন কয়েক আগে বেঙ্কটেশ ও শ্রুতির সঙ্গীত অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। সেখানে হবু দম্পতিকে দেখা গিয়েছিল কালো পোশাকে। সেই ছবিও সোশ্যালস মিডিয়ায় ঝড় তুলেছিল।                             


 






আইপিএলে কেকেরারের তৃতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন বেঙ্কি। ১৫ ম্যাচে ৩৭০ রান করেছিলেন। ৪টি হাফসেঞ্চুরি করেন। ৪৬.২৫ গড়ে রান করেন মধ্য প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ব্যাটার।                                                    


আরও পড়ুন: পিছিয়ে থেকেই দুরন্ত কামব্যাক, প্রায় সাড়ে চার ঘণ্টার লড়াই শেষে চতুর্থ রাউন্ডে জোকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।