প্যারিস: ৪ ঘণ্টা ২৯ মিনিটের দুর্ধর্ষ লড়াই। আর সবশেষে প্রত্যাশিত ফল। ফরাসি ওপেনের (French Open 2024) চতুর্থ রাউন্ডে নোভাক জকোভিচ (Novak Djokovic)। ইতালির লরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে ৪ ঘণ্টা ২৯ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নিল সার্বিয়ান টেনিস তারকা। ফরাসি ওপেনে এত দীর্ঘ ম্য়াচ এর আগে কখনও হয়নি। প্রায় পাঁচ সেটের খেলার শেষে জয় ছিনিয়ে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। খেলার ফল জোকারের পক্ষে ৭-৫, ৬-৭(৬), ২-৬, ৬-৩, ৬-০। ৩৭ পেরিয়েও তিনি যে এখনও বিশ্বসেরা আরও একবার বুঝিয়ে দিলেন নোভাক।


ইতালির ২২ বছর বয়সি মুসেত্তি দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নিয়েছিল জকোভিচের বিরুদ্ধে। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জয়ের পর টানা দুটো সেট হেরে যান সার্বিয়ান টেনিস তারকা। জকোভিচ টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট দেড়ঘণ্টাতেও জিততে পারেননি। সেই সেটে ৬-৭(৬) ব্যবধানে জিতে নেন মুসেত্তি। তৃতীয় সেটেও ৬-৩ গেমে জিতে যান মুসেত্তি। এর আগে শেষবার ২০১৬ সালে কোনও গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে পৌঁছানোর আগেই ছিটকে গিয়েছিলেন। গতকালও তেমনই আশঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত শেষ ২ সেটে দুর্দন্তভাবে কামব্যাক করেন জোকার। প্যারিসে ভোর ৩টে পর্যন্ত খেলা চলছিল। এই জয়ের সঙ্গে সঙ্গেই সর্বাধিক ৩৬৯ ম্য়াচ জয়ের নজির গড়লেন জোকার। তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি রজার ফেডেরারকে। চতুর্থ রাউন্ডে আর্জেন্তিনার ফ্রান্সিসকো সেরনডোলার বিরুদ্ধে খেলতে নামবেন জকোভিচ।


 






এর আগে স্পেনের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ রবার্তো কার্লবালেস বাইনাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। জোকার ম্য়াচ জিতেছিলেন ৬-৪, ৬-১, ৬-২ ব্যবধানে। ফরাসি ওপেনের কোর্টে তিনবার খেতাব জিতেছেন এই টেনিস তারকা। নোভাকের ঝুলিতে রয়েছে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, সাতটি উইম্বলডন ও চারটি যুক্তরাষ্ট্র ওপেন খেতাব। নাদাল প্রথম রাউন্ডেই হেরে ছিটকে যাওয়ায় এবার নোভাকের সামনে সুযোগ রয়েছে চতুর্থবার ফরাসি ওপেন জেতার। এখনও পর্যন্ত ২৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা। ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যেই কোর্টে নামছেন জোকার। উল্লেখ্য, রাফায়েল নাদাল প্রথম রাউন্ডের ম্য়াচে আলেকজান্ডার জেভেরভের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন।