নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) নতুন মরশুম শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই ধীরে ধীরে আইপিএলের পারদ চড়তে শুরু করেছে। এরই মাঝে যা খবর শোনা যাচ্ছে তাতে প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছে নতুন সংস্থা। কোন ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তর হচ্ছে?
খবর অনুযায়ী, গুজরাত টাইটান্স (Gujarat Titans) ফ্র্যাঞ্চাইজি কিনে নিতে চলেছে টরেন্ট গ্রুপ। ২০২১ সালে সিভিসি ক্যাপিটালস ৫৬২৫ কোটি টাকার বিনিময়ে গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজি কেনে। তবে সম্প্রতি যে রিপোর্ট সামনে আসছে তাতে টরেন্ট গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজির ৬৭ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে। আইপিএলের গভর্নিং কাউন্সিল এই মালিকানা হস্তান্তরে সম্মতি দিলেই নতুন সংস্থার হাতে গুজরাতের দায়িত্ব চলে যাবে। যা শোনা যাচ্ছে তাতে ২১ মার্চ থেকে নতুন মরশুম শুরু হবে। সব ঠিকঠাক থাকলে তার আগেই এই মালিকানা হস্তান্তর হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র পিটিআইকে এই বিষয়ে জানান, 'টরেন্ট গ্রুপের দুই-তৃতীয়াংশ মালিকানা নিজেদের হাতে নেওয়ার প্রক্রিয়াটা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারি ২০২৫ সালেই সিভিসি গ্রুপের একচ্ছত্র মালিকানা থাকার চুক্তিটা শেষ হচ্ছে। তারপরেই এই চুক্তিটি সম্পন্ন হতে পারে। তারা নিজেদের শেয়ার বেচে দিতেই পারে। টরেন্ট গ্রুপ তো ২০২১ সালেও যখন বিসিসিআই নতুন দলের মালিকানার জন্য দর হাঁকানোর কথা ঘোষণা করেছিল, তখন আগ্রহ দেখিয়েছিল। তবে নিঃসন্দেহে এইসব বিষয়ে যে কোনও রদবদলের জন্য বিসিসিআইয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন, যা দ্রুতই পাওয়া যাবে বলে ধরে নেওয়াই যায়।'
এখনও অবশ্য সিভিসি গ্রুপ ঠিক কত টাকার বিনিময়ে নিজেদের শেয়ার বিক্রি করছেন সেই বিষয়ে জানা যায়নি। তবে ৪১০০০ কোটি টাকার সম্পত্তির টরেন্ট গ্রুপ দীর্ঘদিন ধরেই ক্রিকেটের পরিসরে ঢোকার চেষ্টায় ছিল। ২০২১ সালে এই টরেন্ট গ্রুপই আমদাবাদ ও লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য দর হাঁকিয়েছিল। যদিও তাতে সাফল্য আসেনি। দল কিনতে পারেনি তারা। ডব্লিউপিএলেও তারা তিন ফ্র্যাঞ্চাইজির একটি কিনতে ব্যর্থ হয়। এই হস্তান্তর সফল হলে সেই সংস্থার ইচ্ছা অবশেষে পূরণ হতে চলেছে। এই বিষয়ে সরকারি ঘোষণাটা ঠিক কবে করা হয়, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: বয়স বহু আগেই ৪০-র গণ্ডি পার করেছে, তাও এবারের আইপিএলেও একাধিক নজর গড়ার হাতছানি ধোনির সামনে