লখনউ: রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কেড়ে নিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। ইরানি কাপে (Irani Cup) রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণদের ব্যর্থতার দিনে বড় সেঞ্চুরি করলেন অভিমন্যু। সেই সঙ্গে জাতীয় দলে ঢোকার জোরাল দাবি জানিয়ে রাখলেন ডানহাতি ওপেনার।


লখনউয়ে ম্যাচের প্রথম দুদিন শুধু মুম্বই ব্যাটারদের দাপট দেখা গিয়েছে। অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, তনুশ কোটিয়ানরা তো হাফসেঞ্চুরি করেইছিলেন, সরফরাজ আমেদ একাই করেন দুশো। ২২২ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে ৫৩৭ রান তোলে মুম্বই।


জবাবে ব্য়াট করতে নেমে মহম্মদ জুনেইদ খানের বলে শুরুতেই পিরে যান অবশিষ্ট ভারতের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ৯ রান করে ফেরেন তিনি। সাই সুদর্শন (৩২ রান), দেবদত্ত পাড়িক্কল (১৬ রান) ও ঈশান কিষাণ (৩৮ রান) ক্রিজে জমে গিয়েও আউট হয়ে যান। তবে সুযোগ পুরোপুরি কাজে লাগালেন অভিমন্যু। ইনিংস ওপেন করতে নেমে ম্যাচের তৃতীয় দিনের শেষে ১৫১ রানে অপরাজিত রয়েছেন বাংলার ক্রিকেটার।


মুম্বইয়ের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অবশিষ্ট ভারত তুলেছে ২৮৯/৪। ওপেনিং জুটিতে রুতুরাজের সঙ্গে ৪০ রান যোগ করেন অভিমন্যু। দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সঙ্গে ৮৩ রান যোগ করেন তিনি। 







ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন অভিমন্যু। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তৃতীয় সেঞ্চুরি করলেন অভিমন্যু। চলতি বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত আটশোর বেশি রান করেছেন তিনি। চারটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি করেছেন। দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি-র সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। পাঁচ ইনিংসে করেছিলেন ৩০৯ রান। বাংলার হয়ে গত মরশুমে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছিলেন। তাতে একটি ডাবল সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি করেছিলেন।


বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ছিলেন অভিমন্যু। তবে দলের সঙ্গে গেলেও প্রথম একাদশে জায়গা পাননি। তবে পরপর বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ২৯ বছরের ক্রিকেটারের কাছে ভারতীয় দলের ডাক ফের আসতে চলেছে, বলছেন ওয়াকিবহাল অনেকেই।


আরও পড়ুন: পরের ওয়ান ডে বিশ্বকাপেও অধিনায়ক থাকছেন? রোহিতকে দেখেই আব্দার জনতার, দেখুন ভিডিও