লখনউ: ব্যাট হাতে অসমসাহসী লড়াই চালিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। অবিশষ্ট ভারতের হয়ে ১৯১ রান করেছিলেন প্রথম ইনিংসে। তবু মুম্বইকে আটকাতে পারলেন না।
প্রথম ইনিংসের লিড নেওয়ার সুবাদে ইরানি কাপে (Irani Cup 2024) চ্যাম্পিয়ন হল মুম্বই (Mumbai Cricket Team)। ২৭ বছর পর ফের ইরানি কাপ জিতল মুম্বই। সব মিলিয়ে ১৫তম ইরানি কাপ মুম্বইয়ের।
শনিবার, ম্যাচের শেষ দিন চাপে থাকা মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন তনুশ কোটিয়ান। তাঁর সেঞ্চুরির সুবাদে অবশিষ্ট একাদশের সঙ্গে ম্যাচ ড্র করে মুম্বই। শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে ইরানি কাপ জিতল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল। রঞ্জি জয়ের সাফল্য আরও উপভোগ্য হবে মুম্বইয়ের কাছে। অধিনায়ক রাহানের মুকুটেও যোগ হল আরও একটি পালক।
মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নায়ক স্পিনার তনুশ কোটিয়ান। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করলেন। শেষ দিন যে কারণে নতুন কোনও চাপ তৈরি হল না মুম্বইয়ের ওপর। প্রথম ইনিংসে ১২১ রানের বড় লিড নেওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে শুক্রবার একটা সময় ১৭১/৮ হয়ে গিয়েছিল মুম্বই। অবশিষ্ট ভারত অলৌকিক কিছুর স্বপ্ন দেখছিল। ওপেনার পৃথ্বী শ (৭৬) ছাড়া টপ অর্ডারের আর কেউই রান পাননি। রাহানে (৯ রান), শ্রেয়স আইয়ার (৮ রান), সরফরাজ খান (১৭ রান), হার্দিক তামোরে (৭ রান) - দ্বিতীয় ইনিংসে সকলেই ব্যর্থ। পরপর উইকেট এনে আচমকাই ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন অবশিষ্ট ভারতের অফস্পিনার সারাংশ জৈন।
আরও পড়ুন: অধিনায়ক অনুষ্টুপ, ফিরলেন ঋদ্ধি, শামিকে ছাড়াই রঞ্জি ট্রফির প্রথম ২ ম্যাচের বাংলা দল