ব্রিসবেন: যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে করা তাঁর মন্তব্য ঘিরে তুমুল জলঘোলা হচ্ছে। বলাবলি হচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত হয়েও কী করে বর্ণবিদ্বেষী মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইশা গুহ (Isha Guha)! যদিও ইশা জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি যে শব্দটি প্রয়োগ করেছিলেন, তা আরও অন্য অর্থও বহন করে। তবে বিতর্কের মুখে ক্ষমা চাইলেন ইশা। এবং সেটাও সরাসরি সম্প্রচারের সময়। যা দেখে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভূয়সী প্রশংসা করলেন ইশার।
ঠিক কী হয়েছিল?
ঘটনাটি ব্রিসবেনের গাব্বায় ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্টের দ্বিতীয় দিনের। দুরন্ত বোলিং করে পাঁচ উইকেট নেন বুমরা। বিশ্বের সেরা বোলারের থেকে তো এরকম বোলিংই আশা করা উচিত বলে মন্তব্য করেন ধারাভাষ্যকার ব্রেট লি। তাঁর উত্তরে ইশা গুহ বুমরাকে 'প্রাইমেট' বলে বর্ণনা করেন। যাঁর বাংলা করলেন দাঁড়ায়, আদিম মানব। কোনও ব্যক্তির ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা হলে সাধারণত তা বর্ণবিদ্বেষী বলে মনে করা হয়। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ইশা বলেন, 'হ্যাঁ, ও তো এমভিপি। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, যশপ্রীত বুমরা।' সেই সঙ্গে তিনি বলেন, 'একমাত্র ওর জন্যই ভারত সচল আছে। তাই বুমরা ফিট থাকবে কি না, বা ও এই টেস্টে কেমন খেলে, সেদিকে সবার নজর ছিল।'
যদিও বিতর্কের মুখে ক্ষমা চাইলেন ইশা। তিনি বলেছেন, 'কাল আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি যেটার অনেকরকম অর্থ বার করা যায়। কাউকে আঘাত করে থাকলে আমি ক্ষমা চাইছি। অপরকে সম্মান করার বিষয়টিকে আমি সবসময় ভীষণ গুরুত্ব দিয়ে থাকি। যদি আমার পুরো কথাটা সকলে শুনতেন তাহলে বুঝতেন যে, আমি বুমরার প্রশংসাই করেছি। আজীবন আমি চেষ্টা করেছি, ক্রিকেটে যেন বৈষম্য কোনওভাবে স্থান না পায়।'
ইশা যেভাবে সরাসরি সম্প্রচারের সময় ক্ষমা চেয়েছেন, তা দেখে মুগ্ধ রবি শাস্ত্রী। যিনি ইশার সহ ধারাভাষ্যকারও। শাস্ত্রীর মতে, এর জন্য অনেক সাহস প্রয়োজন হয়।
আরও পড়ুন: আইপিএল নিলামের ছায়া ডব্লিউপিএলেও, ভারতীয় ক্রিকেটারেরা বিক্রি হলেন চড়া দামে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।