নয়াদিল্লি: ভারতীয় দলে বেশ অনেকদিন হয়ে গেল তিনি সুযোগ পাচ্ছেন না। তবে সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2025) দুরন্ত পারফরম্যান্সে যেন নির্বাচকদের বার্তাই দিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। অধিনায়কত্ব করে ঝাড়খণ্ডকে তো প্রথমবার মুস্তাক আলি ট্রফি জেতালেনই, পাশাপাশি ব্যাট হাতেও অনবদ্য খেললেন তিনি। ফাইনালে শতরানসহ টুর্নামেন্টে সর্বাধিক ৫১৭ রান করেন ঈশান কিষাণ। ঝাড়খণ্ড নেতার ব্যাট থেকে ৫৭.৪৪ গড়ে রান আসে, স্ট্রাইক রেট ১৯৭.৩২।

Continues below advertisement

২০২৩ সালের পর থেকে ঈশান জাতীয় দলের বাইরে রয়েছেন। নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তারপর এখনও ভারতের হয়ে সুযোগ পাননি ঈশান। ২৭ বছর বয়সি ক্রিকেটার মেনে নিচ্ছেন যে এই সময়টা তাঁর কাছে মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, 'আমি ভারতীয় দল থেকে বাদ পড়ার পর খুবই হতাশ হয়েছিলাম, কারণ সেই সময় আমি ভালই পারফর্ম করছিলাম। তবে আমি মনে মনে নিজেকে বলেছিলাম, এমন পারফরম্যান্স করে নির্বাচিত না হলে, আমায় আরও ভাল পারফরম্যান্স করতে হবে। হয়তো আমার দলকে জেতাতে হবে, হয়তো দলগতভাবেও আমােদের ভাল করতে হবে।'

 

Continues below advertisement

তবে হতাশাজনক সময়ে বিরক্তি সামলানোটাও জরুরি বলে মনে করছেন ঈশান। 'হতাশাটাকে মাথায় উঠতে না দেওয়াটা খুব জরুরি। সকল তরুণদের জন্য এটাই আমার বার্তা। বিরক্তি কিন্তু সকলকে এক ধাপ পিছিয়ে দেয়। প্রচুর খাটা খাটনি করে নিজের ওপর আস্থা এবং জীবনে কী করতে চাইছ, সেই লক্ষ্যে অট থাকাটা জরুরি।' মত তাঁর।

তাঁর এহেন পারফরম্যান্স সত্ত্বেও ঈশান কিষাণের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তিনি আর এসব নিয়ে বিব্রত নন বলেই স্পষ্ট জানিয়ে বাঁ-হাতি কিপার-ব্যাটার। ঈশান বলেন, 'আমি জানি অনেক সময়ই মনে হয় এখন তো আমার সুযোগ পাওয়াটা উচিত ছিল। তারপরেও যখন দলে নিজের নাম দেখতে না পাই, তখন খুব হতাশ লাগে। আমি ওই জোনে আর নেই। কোনওকিছু নিয়ে আর প্রত্যাশা রাখছি না।' এমন পারফরম্যান্সের পর ঈশান আদৌ জাতীয় দলে ফিরলে কবে ফিরবেন, সেটাই দেখার বিষয় হতে চলেছে।