কলকাতা: তিনি ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কলকাতায় এসেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে বড় মন্তব্য করলেন সেই কপিল দেব (Kapil Dev)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাজের পদ্ধতি নিয়ে সমালোচনার মাঝে বৃহস্পতিবার কপিল বলেন যে, আজকের দিনে প্রধান কোচের ভূমিকা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া নয়, বরং ম্যান ম্যানেজমেন্ট করা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হারের পর গম্ভীর ভারতের প্রধান কোচ হিসেবে সমালোচনার মুখে পড়েছেন এবং খেলোয়াড়দের ক্রমাগত রোটেশন ও কাজ চালানোর মতো খেলোয়াড়দের উপর নির্ভর করার তাঁর কৌশলের সমালোচনা হয়েছে। যা নিয়ে কপিল বলেছেন যে, সমকালীন ক্রিকেটে 'কোচ' শব্দটিকে প্রায়শই ভুল বোঝা হয়। কপিল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC) শতবর্ষের অধিবেশনে বলেন, 'আজ যে শব্দটিকে কোচ বলা হয়... 'কোচ' আজ খুব সাধারণ শব্দ। গৌতম গম্ভীর কোচ হতে পারে না। তিনি দলের ম্যানেজার হতে পারে।' তিনি বলেন, 'যখন আপনি কোচ বলেন তখন কোচ তিনি হন যাঁর কাছ থেকে আমি স্কুল ও কলেজে শিখি। তাঁরা আমার কোচ ছিলেন। তাঁরা আমাকে পরিচালনা করতে পারেন।'
কপিল বলেন, 'আপনি কোচ কী করে হতে পারেন। গৌতম লেগস্পিনার বা উইকেটকিপারের কোচ কী করে হতে পারে?' তিনি বলেন, 'আমার মনে হয় আপনাকে পরিচালনা করতে হবে। এটা বেশি গুরুত্বপূর্ণ। একজন ম্যানেজার হিসেবে আপনি তাঁদের উৎসাহিত করেন যে, আপনি এটা করতে পারেন কারণ যখন আপনি ম্যানেজার হন তখন তরুণ ছেলেরা আপনাকে বিশ্বাস করে।'
কপিল বলেন যে, যদি সুনীল গাওস্কর এই যুগে খেলতেন তবে তিনি সেরা টি-২০ ব্যাটার হতেন। তিনি বলেন, 'আমার ক্রিকেটে সবকিছুই পছন্দ - টি ২০, টি ১০, ওয়ান ডে, সব কিছু। আমি সবসময় একটি কথা আরও বলি। আমি বলেছিলাম যে যদি সুনীল গাওস্কর এই যুগে খেলত তবে তিনি টি ২০-তেও সেরা খেলোয়াড় হতো।'
কপিল বলেন, 'যাদের ডিফেন্স শক্তিশালী তাদের জন্য হিটিং করা খুব সহজ হয়। ডিফেন্স কঠিন। তাই আমি সবসময় বলেছি যে সেই মানুষটিকে মনে রাখুন যার ডিফেন্স দুর্দান্ত, সে সব সময় আক্রমণাত্মক হয়ে খেলতে পারে কারণ তার কাছে তত অতিরিক্ত সময় থাকে।'
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তাঁর মুখে শোনা গেল ভারতের সম্প্রতি দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্মৃতি।
মিতালি বলেন, 'সেই ট্রফিতে 'ইন্ডিয়া' লেখা দেখে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল... কারণ প্রতিবার যখন আপনি ফাইনাল খেলার জন্য যোগ্যতা অর্জন করেন তখন ফটোশ্যুট হয়, আপনি ট্রফির পাশে থাকেন এবং আপনি শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে দেখেন ট্রফি জিততে।'
তিনি বলেন, 'আমি দুবার ফাইনালে ছিলাম। আমি সেই ফটোশ্যুট করার সুযোগ পেয়েছিলাম এবং প্রতিবার মনে হতো কখন আমরা সেখানে ভারতকে দেখতে পাব এবং অবশেষে আমরা পেয়েছি।'