মুম্বই: খাতায়-কলমে শক্তিশালী ব্যাটিং লাইপ। কিন্তু এরপরও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ৪২ ওভারেই গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। বোর্ডে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি রোহিত বাহিনী। কে এল রাহুল অর্ধশতরান হাঁকিয়েছেন। কিন্তু তাছাড়া আর কেউই বড় রান পাননি। গতকালের ম্যাচ দেখার পর ভারতের ব্য়াটিং দেখে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাডেজা।
কী বলছেন জাডেজা?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাডেজা গতকালের ম্য়াচের পর এক সাক্ষাৎকারে বলেন, ''গত কয়েক সিরিজে এই বিষয়টা দেখে এসেছি। প্রচুর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যা রীতিমত প্যারালাইসিসের আকার নিয়েছে। আপনি যদি বিশ্বকাপের ঠিক আগে এই ভাবে দলে বদল করেন, তবে ফলাফল এরকমই হবে। আলাদা কিছু হবে না।'' তিনি আরও বলেন, ''প্রতিপক্ষকে কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয়। খেলাটা অতটা সহজ নয়। যদিও এই খেলাকে সম্মান না করা যায়, তবে প্রত্যেক ম্যাচের ফল এমনই হবে।''
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে (India vs Bangladesh 1st ODI) মাত্র ১৮৬ রানের পুঁজি নিয়েও একসময় জয়ের ভীষণ কাছাকাছি চলে এসেছিল ভারতীয় দল (Team India)। তবে শেষমেশ মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের বাংলাদেশের হয়ে দশম উইকেটে রেকর্ড ৫১ রানে পার্টনারশিপে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এত কাছে এসেও পরাজয়, ম্যাচ হেরে দলের চাপ সমলানোর ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
৩০-৪০ রান কম
ব্যাটাররা যথেষ্ট রান তুলতে পারেননি, একেবারে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন রোহিত। তবে বোলারদের লড়াইকে কুর্নিশ জানাতেও ভোলেননি তিনি। রোহিত বলেন, 'ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচে আমরা ব্যাট ভাল না করলেও, দুরন্তভাবে লড়াইয়ে ফিরে আসি। বোলাররা খুব ভাল বোলিং করে শেষ পর্যন্ত আমাদের লড়াইয়ে রেখেছিল। শেষমেশ আরও একটা উইকেট নিতে পারলে তো ভালই হতো। তবে আমার গোটা ইনিংস জুড়েই ভাল বল করি। সমস্যা হল বোর্ডে যথেষ্ট রানই ছিল না। আরও ৩০ থেকে ৪০ রান যদি করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হলেও, হতে পারত। কেএল এবং ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) দলকে সেই দিকে এগিয়েও নিয়ে যাচ্ছিল। কিন্তু মিডল অর্ডারে আমরা একটু বেশিই উইকেট হারিয়ে ফেলে এবং সেখান থেকে ফিরে আসাটা কোনও সময়েই সহজ নয়।'