নয়াদিল্লি: গত সেপ্টেম্বর থেকে চোটের কারণে জাতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোট সারিয়ে তুলতে নিউজিল্যান্ডে অস্ত্রোপ্রচারও করিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিজের রিহ্য়াব সারছেন তিনি। জাতীয় দলে বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। ফের কবে বুমরাকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে?


শোনা যাচ্ছিল অগাস্টেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একবার বুমরাকে খেলতে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী তিনি না কি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রত্যহ সাত ওভার করে বলও করছেন। বল করতে গিয়ে আপাতত তাঁর কোনওরকম সমস্যাই হচ্ছে না বলেই খবর। তবে তিনি এখনও তাঁর জাতীয় দলে ফেরার কোনও দিনক্ষণ ঠিক করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। 


এই বিষয়ে অবগত এক ব্যক্তি পিটিআইকে জানিয়েছেন, 'এই ধরনের চোটের ক্ষেত্রে আগেভাগে কোনওরকম দিনক্ষণ নির্ধারণ করাটা একেবারেই উচিত নয়। প্রতিনিয়ত খেলোয়াড় কতটা উন্নতি করছেন, সেই দিকে নজর রাখতে হয়। তবে হ্যাঁ, এটুকু বলা যায় যে বুমরা ভালভাবেই চোট থেকে সেরে উঠছেন এবং তিনি এনসিএ-র নেটে সাত ওভার করে বলও করছেন। শুরুতে ও অল্প অনুশীলন ও বোলিং করছিল। তার থেকে অনেকটাই উন্নতি করেছেন তিনি।'


প্রসঙ্গত, আজই আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের সূচি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সেই বিশ্বকাপে বুমরাকে খেলতে দেখা যাবে কি না, তা সময়ই বলবে। তবে আগেভাগেই সতর্কবার্তা দিয়ে রেখেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের জন্য বুমরাকে তড়িঘড়ি দলে ফেরানো হলে, তা ক্ষতিকর হতে পারে।


পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদির উদাহরণ দিয়ে বুঝিয়ে শাস্ত্রী বলেন, 'ও (বুমরা) দলের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে তড়িঘড়ি বিশ্বকাপের কথা মাথায় রেখে যদি ওকে ফেরানো হয়, তাহলে ওর মাঠের বাইরে থাকার মেয়াদ বাড়তে পারে, ঠিক যেমনটা শাহিন আফ্রিদির সঙ্গে হয়েছিল। সুতরাং, এখানে ভুল করার সুযোগটা খুব কম। তাই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?