পারথ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এরপরই হাইভোল্টেজ মহারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বৈরথ। তার ওপর আবার প্রথম টেস্টেই নেতৃত্বের চাপ কাঁধে। তবে এই সব নিয়ে আলাদা করে ভাবতে চাইছেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পারথ রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন ডানহাতি তারকা পেসার। সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে এসে বুমরা জানিয়ে দিলেন যে দল আলাদা কোনও চাপ নিতে চাইছে না কিউয়ি সিরিজের হারের পর। অস্ট্রেলিয়া সিরিজে নতুনভাবে শুরু করতে চাইছেন তাঁরা, জানিয়ে দিলেন পারথ টেস্টের ভারত অধিনায়ক।


নিজের ক্যাপ্টেন্সি ইস্যুতে প্রশ্ন করা হলে বুমরা বলেন, ''আমি অত্যন্ত সম্মানিত ভারতের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে। তাও আবার এমন হাইভোল্টেজ মহারণে। আমি আমার মত করে দায়িত্ব পালনে চেষ্টা করব। বিরাট আলাদা, রোহিত আলাদা। আমি আমার মত করে কাজ করব। আমি এটাকে আলাদা কিছু মনে করছি না। দায়িত্ব নিতে বরাবরই ভালবাসি। রোহিতের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু এখানে আসার পর নিজের মধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে একটা স্বচ্ছ ধারণা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে নেতৃত্বভার সামলেছি। তবে আমি এখানে একটা ম্য়াচের দায়িত্ব নিয়েই ভাবছি।''


কপিল দেব পেসার অলরাউন্ডার হিসেবে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হয়ে। কিন্তু ভারতীয় ক্রিকেটে সেভাবে পেস বোলার অধিনায়ক দেখা যায়নি। বুমরা বলছেন, ''আমি পেসারকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছি সবসময়ই। প্যাট দুর্দান্ত দায়িত্ব সামলাচ্ছে। এর আগেও অতীতে এমন অনেক উদাহরণ দেখা গিয়েছে। কপিল দেব ও আরও অনেককেই দেখেছি নেতৃত্বভার সামলাতে বিশ্বজুড়ে যাঁরা পেস বোলার। আশা করি, নতুন ট্র্যাডিশন আবার শুরু হোক।''


এদিকে, মহম্মদ শামি কি ভারতীয় দলের জার্সিতে পরের চারটি টেস্টে খেলতে নামবেন? ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের পর থেকে শামিকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যায়নি। চোট, অস্ত্রোপ্রচার ফের চোট, সবমিলিয়ে তাঁর আন্তর্জাতিক প্রত্যাবর্তন পিছিয়েই চলেছে। ভারতীয় সমর্থকরা অজ়িভূমে শামির প্রত্যাবর্তনের আশায় থাকলেও, তা হয়নি। তবে সদ্যই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নেমেই ম্যাচে মোট সাতটি উইকেট নিয়েছেন তারকা ফাস্ট বোলার। এরপর থেকেই শামির দলে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বুমরা জানিয়ে দিলেন যে অভিজ্ঞ ডানহাতি পেসারকেও আগামী ম্য়াচগুলোতে দেখা যেতে পারে ভারতের জার্সিতে।