মুম্বই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ইতিমধ্যেই খুইয়েছে ভারত। ওয়াংখেড়েতে তৃতীয় টেস্ট ম্যাচটা (IND vs NZ 3rd Test) টিম ইন্ডিয়ার জন্য সম্মানরক্ষার লড়াই। তবে সেই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে পারলেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসের সময় জানান বুমরার শরীর ভাল নেই, তাই তিনি এই ম্যাচে খেলতে পারবেন না। এই খবর যে ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় শীর্ষে থাকলেও, টিম ইন্ডিয়ার সঙ্গে বাকি দলগুলির ব্যবধান ক্রমেই কমে আসছে। পরিস্থিতি এমনই যে চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে পৌঁছতে হলে বাকি ছয় টেস্টের মধ্যে অন্তত চারটিতে জিততে হবে ভারতীয় দলকে। প্রতিপক্ষও যে একেবারেই সহজ নয়, তা বলাই বাহুল্য।
কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজ়ের পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ে এমনিই মহম্মদ শামিকে পাবে না টিম ইন্ডিয়া। তিনি ফিট হতে পারেননি। তার ওপর দলের আরেক প্রথম সারির তারকা ফাস্ট বোলার যদি চোটের কবলে পড়েন, তাহলে দল যে বিরাট বিপাকে পড়বে, তা বলাই বাহুল্য। তাই বুমরার অনুপস্থিতি যে উদ্বেগ বাড়াবে, সেটাই স্বাভাবিক।
তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই। বুমরা চোটের কবলে পড়েননি, বরং তাঁর শরীর অসুস্থ। ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বুমরা ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই তিনি মুম্বইয়ে তৃতীয় টেস্টে মাঠে নামতে পারেননি।'
এদিন ম্যাচে ফের একবার নিউজ়িল্যান্ড অধিনায়ক টম ল্যাথামই টস জেতেন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক ল্যাথাম। রোহিতও অবশ্য জিত প্রথমে ব্যাটিংই করতেন বলে জানান। তিন স্পিনার ও দুই ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল। বুমরার বদলে একাদশে সুযোগ পান আরেক ফাস্ট বোলর মহম্মদ সিরাজ। অর্থাৎ কেএল রাহুলকে কিন্তু এই ম্যাচেও সেই মাঠের বাইরে বসেই কাটাতে হবে।
আরও পড়ুন: রিটেনশনের পর কোন দলগুলির হাতে রইল আরটিএম কার্ডের বিকল্প? নিলামে কত টাকা নিয়ে নামবে কেকেআর?