দুবাই: গত বছরটা স্বপ্নের মত কেটেছে জসপ্রীত বুমরার। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডানহাতি পেসার। টেস্টে ৭১ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি গত মরশুমে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬ উইকেট নিয়েছেন ২০২৪ সালে। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্য়াচের আগেই আইসিসি অ্য়াওয়ার্ড বুমরার হাতে তুলে দিয়েছিলেন জয় শাহ। সেখানেই নিজের ছোটোবেলায় ফিরে গেলেন তারকা পেসার। 


বুমরা বলছেন, ''ছোটবেলা আমার অনেক প্রিয় ক্রিকেটারকে এই অ্যাওয়ার্ড পেতে দেখেছি। আজ নিজেই সেই সম্মানে সম্মানিত হচ্ছি। সত্যিই এটা দারুণ একটা অনুভূতি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম গত বছর। যা আমার কাছে ভীষণ স্পেশাল একটা মুহূর্ত। এছাড়াও প্রচুর টেস্ট ক্রিকেট খেলেছি আমরা। অনেক ভুল হয়েছে। সেখান থেকে অনেক কিছু শিখেছি আমরা। যা আগামীতে আমাদের আরও ভাল খেলতে উৎসাহ জোগাবে।''


চোটের জন্য নিজে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু জাতীয় দলে ফিরেছেন মহম্মদ শামি। তারকা পেসারের প্রত্যাবর্তনে বেজায় খুশি বুমরা। তিনি বলছেন, ''শামি ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছে। যা দেখে আমি খুব খুশি। এতদি ধরে ওঁ চোটের জন্য লড়াই করেছে। শামি যত ম্য়াচ খেলবে তত নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে আরও। একই সঙ্গে জাতীয় দলে বাকিদেরও সাহায্য করতে পারবে ওঁ।''


গত রবিবার ভারত-পাকিস্তান ম্য়াচে দুবাইয়ে মাঠে ছিলেন বুমরা।  বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কেন দুবাইয়ে হাজির বুমরা । ভারতীয় ফাস্টবোলারের ছবি পোস্ট করে আইসিসি লিখল, 'আইসিসি পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা । সেই সঙ্গে বর্ষসেরা দলের ক্যাপও তুলে দেওয়া হল তাঁর হাতে । আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলের ক্রিকেটার হিসাবে সম্মান তুলে দেওয়া হল বুমরার হাতে । সেই সঙ্গে আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলেও রয়েছেন তিনি।'


ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলে মহারণের আগে তাঁদের উৎসাহিত করলেন বুমরা । যদিও তিনি জিন্স ও সাদা ফুলশার্ট পরে মাঠে নেমেছিলেন । বোঝাই যাচ্ছিল যে, তিনি সৌজন্য বিনিময় করছেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরা । তারপর থেকেই মাঠের বাইরে তিনি । পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন ।