ওভাল: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্টে বেনজির কাণ্ড। পেসার হয়ে গেলেন স্পিনার?


ওভালে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার (England vs Sri Lanka) তৃতীয় টেস্ট ম্যাচ চলছে। সেই ম্যাচের দ্বিতীয় দিনের একটি ঘটনা শোরগোল ফেলেছে। শনিবার ওভালে অফস্পিন বোলিং করেছেন ইংরেজ পেসার ক্রিস ওকস (Chris Woakes)। তবে কার্যত বাধ্য হয়ে স্পিন বোলিং করতে হয় ক্রিস ওকসকে।              


লন্ডনে মন্দ আলোর জন্য দৃশ্যমানতা কমে গিয়েছিল। তখনই স্পিন বোলিং করতে শুরু করেন ওকস। যা খানিকটা জো রুটকে মনে করিয়ে দেয়। কারণ, রুটের মতো বোলিং অ্যাকশনেই বল করেন ওকস। তবে লাইন-লেংথ নিয়ে সমস্যায় পড়েন ওকস। তাঁর প্রায় সব বলই পড়ে মাঝ পিচে। যা দেখে হাসি আড়াল করতে পারেননি জো রুটও।              


পরে আলো বাড়ার পর ফের পেস বোলিং শুরু করেন ওকস। দ্রুত কুশল মেন্ডিসকেও (Kusal Mendis) ফিরিয়ে দেন ওকস। ১১ ওভারে ওকসের বল মেন্ডিসের ব্যাটের কানায় লেগে ক্যাচ যায়। ১৪ রান করে ফেরেন কুশল। ম্যাচের দ্বিতীয় দিন দ্রুত তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড।                  


ম্যাচের শুরুতে পরিবর্ত অধিনায়ক অলি পোপের ঝোড়ো ১৫৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩২৫ রান তোলে ইংল্যান্ড। তবে একটা সময় ২৯০/৪ স্কোর ছিল ইংল্যান্ডের। সেখান থেকে ৩৫ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বসে ইংরেজ শিবির। ৬৯.১ ওভারে শেষ হয় তাদের প্রথম ইনিংস।                      


 






এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ১২৮/৫। ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে এখনও ১৯৭ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম দুটি টেস্টেই জিতে সিরিজ আগেই পকেটে ঢুকিয়েছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।






আরও পড়ুন: মেসি এমন কী বললেন যে কেঁদে ভাসালেন দি মারিয়ার স্ত্রী-মেয়েরা? ভিডিও ভাইরাল