লিডস: প্রায় তিন বছর আগের কথা। সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছিলেন করুণ নায়ার (Karun Nair)। ক্রিকেট থেকে আরও একটি সুযোগ চেয়েছিলেন। এবার ক্রিকেট করুণকে সেই সুযোগ দিয়েছে। টেস্ট ক্রিকেটে ৩০০৬ দিন পরে, প্রায় ৮ বছর পরে প্রত্যাবর্তন হচ্ছে করুণের। করুণ শেষবার ২০১৭ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন। করুণকে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ দেওয়া হয়েছে। তাঁকে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে রাখা হয়েছে। ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার থেকে লিডসের হেডিংলে মাঠে শুরু হল।
আরও একটি সুযোগ চেয়েছিলেন
করুণ শেষবার ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর তিনি ২০১৮ সালে ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে গিয়েছিলেন। কিন্তু তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর তিনি দল থেকে বাদ পড়েন। করুণ এরপর থেকে টেস্ট দলে ফেরার জন্য অনেক পরিশ্রম করছিলেন। এমন একটা সময় এসেছিল যখন তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন। ২০২২ সালে তিনি একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, “প্রিয় ক্রিকেট, আমাকে আরও একটি সুযোগ দাও।”
করুণ দলে জায়গা না পেয়ে হতাশ হয়েছিলেন, কিন্তু তিনি কখনও হার মানেননি। তিনি ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করতে থাকেন। এমনও অনেকবার হয়েছে যে ভাল করার পরেও তিনি দলে জায়গা পাননি। কিন্তু তবুও তিনি চুপচাপ তাঁর পারফরম্যান্স আরও ভাল করায় জোর দেন। করুণ ২০২৪-২৫ সালে রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে ৮৬৩ রান করেন। এছাড়াও বিজয় হাজারে ট্রফি ২০২৪-২৫-এ মাত্র ৮ ম্যাচে করুণ ৭৭৯ রান করেন। এই সময়ে তিনি টানা চারটি সেঞ্চুরি করেন। করুণের এই অনবদ্য পারফরম্যান্স নির্বাচকেরা উপেক্ষা করতে পারেননি। তাঁদের করুণকে সুযোগ দিতেই হয়েছিল। তিনি এখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন।
টেস্টে ট্রিপল সেঞ্চুরি
করুণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড়। করুণ ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩০৩ রানের ইনিংস খেলেছিলেন। করুণের আগে বীরেন্দ্র সহবাগ ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন।