গুয়াহাটি: টি-২০ ফর্ম্যাটে সাড়া ফেলে দেওয়া ক্রিকেটার। আইপিএলে সফল। রবিবার থেকে শুরু হল টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ফেভারিট কারা? কোন চার দলকে সেমিফাইনালে দেখছেন? এই প্রশ্নে অদ্ভূত জবাব দিচ্ছেন রিয়ান পরাগ (Riyan Parag)। রাজস্থান রয়্যালসের ক্রিকেটার সাফ জানিয়ে দিচ্ছেন, তিনি টি-২০ বিশ্বকাপ দেখবেনই না!


অবাক শোনালেও সত্যি। রাজস্থান রয়্যালসকে প্লে অফে তোলার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন রিয়ান। সেই রিয়ান আচমকা যেন বীতশ্রদ্ধ টি-২০ বিশ্বকাপ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে পরাগকে প্রশ্ন করা হয়েছিল, কোন চারটি দলকে তিনি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে দেখছেন? পূর্বাভাস কী? জবাবে অসমের ক্রিকেটার বলেন, 'আমি জবাব দিলে সেটা পক্ষপাতদুষ্ট মনে হবে। সত্যি কথা বলতে কী, আমি এবার বিশ্বকাপ দেখবই না। আমি খালি সব কিছুর শেষে দেখব যে, কোন দল বিশ্বকাপ জিতেছে।' কেন এই সিদ্ধান্ত, সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন রিয়ান। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'আমি যখন বিশ্বকাপ খেলব, তখন ভাবব, সেমিফাইনালে কোন চার দল উঠবে। তার আগে নয়।'


সদ্যসমাপ্ত আইপিএলে ১৬ ম্যাচে ৫৭৩ রান করেছিলেন রিয়ান। ৪টি হাফসেঞ্চুরি করেন। স্ট্রাইক রেট? প্রায় দেড়শো। রাজস্থান রয়্যালসের প্লে অফে ওঠার নেপথ্যে অন্যতম বড় কারণ ছিল তাঁর ব্যাট। অনেকে ভেবেছিলেন, টি-২০ বিশ্বকাপের দলে ডাক পেতে পারেন তিনি। যদিও তা হয়নি। অভিমানেই কি তবে বিশ্বকাপ না দেখার সিদ্ধান্ত নিয়েছেন অসমের তরুণ ক্রিকেটার।


কয়েকদিন আগে রিয়ান পরাগ (Riyan Parag) বিতর্কে জড়িয়েছিলেন। তিনি নাকি ইউটিউবে অনন্যা পাণ্ডে, সারা আলি খানদের হট ভিডিও সার্চ করেন। এমনই তথ্য সামনে এসেছিল। ২৬ মে, রবিবার আইপিএল শেষ হয়েছে। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস প্লে অফ থেকেই বিদায় নিয়েছিল। তবে টুর্নামেন্ট শেষ হতেই বিতর্কে নাম জড়িয়েছিল রিয়ান পরাগের। রিয়ান পরাগ তাঁর একটি গেমিং সেশনের লাইভ করেছিলেন ইউটিউবে। আর সেখানেই দেখা গিয়েছে তাঁর সার্চ হিস্ট্রি। আর সেই সার্চ হিস্ট্রিতে দেখা গিয়েছে দুই বলিউড তারকা অনন্যা পাণ্ডে ও সারা আলি খানের নাম।


আরও পড়ুন: দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেই বিয়ে সারলেন কেকেআর তারকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।