নয়াদিল্লি: ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) দলে সুযোগ পাননি কেএল রাহুল (KL Rahul)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজই শেষ ম্যাচ আয়োজিত হবে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। এরপরে ১০ তারিখ থেকেই শুরু ওয়ান ডে সিরিজ। সেই সিরিজে দলে রাহুল রয়েছেন। ওয়ান ডে সিরিজের কথা মাথায় রেখে ইতিমধ্যেই নেটে অনুশীলনেও নেমে পড়লেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার।


অনুশীলনে রাহুল


নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাহুল নিজের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে কুলদীপদের বিরুদ্ধে জমাটি ডিফেন্সের পাশাপাশি চোখধাঁধানো বেশ কিছু কভার ড্রাইভও খেলতে দেখা যায় রাহুলকে। প্রসঙ্গত, গত বছরটা ব্যাটার রাহুলের জন্য একেবারেই ভাল কাটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর ব্যর্থতার জন্য রাহুল সমালোচনায় বিদ্ধ হন। এরপরে বছর শেষে বাংলাদেশ সিরিজেও তাঁর ব্যাটে বড় ইনিংসের দেখা মেলেনি। তাই নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নেমে সমালোচকদের জবাব দিতে নিশ্চয়ই মরিয়া হবেন রাহুল।


 






 


পন্থের অস্ত্রোপ্রচার


ঋষভ পন্থের (Rishabh Pant) হাঁটুর অস্ত্রোপচার হল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI) খবর, সফল হয়েছে অস্ত্রোপচার।


ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'শুক্রবার পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ, ডক্টর দীনেশ পাড়দিওয়ালার তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন পদ্ধতি চূড়ান্ত করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে।'

আরও পড়ুন: সিরিজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?