মুম্বই: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজে দ্বীপরাষ্ট্রকে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় দল। সিনিয়র ক্রিকেটাররাও ফিরে এসেছেন দলে। টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্থকে উইকেটের পেছনে দেখা গিয়েছিল দুটো ম্য়াচে। ওয়ান ডে সিরিজে কে এল রাহুলও ফিরছেন। তাহলে উইকেটের পেছনে কে থাকবেন?


গৌতম গম্ভীরের কোচিংয়ে এই প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নামবেন কে এল রাহুল। প্রথম ওয়ান ডে ম্য়াচে কি তিনি সুযোগ পাবেন? আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন যখন গম্ভীর, তখন অধিনায়ক ছিলেন রাহুলই। ভারতীয় দলের কোচ হওয়ার পরই প্রাক্তন বাঁহাতি ওপেনার জানিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে তিন ফর্ম্য়াটের দল আলাদা আলাদা করা হবে। তাতে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টও মাথায় রাখা হবে। এখন আগামী তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে রাহুল না পন্থ, কাকে উইকেটের পেছনে দাঁড় করানো হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া কিছুটা কঠিন হবে টিম ম্য়ানেজমেন্টের জন্য। 


 






রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে গত বছর এশিয়া কাপের চোট সারিয়ে ফিরেছিলেন রাহুল। এরপর থেকে ব্যাট হাতে হোক বা উইকেটের পেছনে হোক নিজের জাত চিনিয়েছিলেন রাহুল। গত ওয়ান ডে বিশ্বকাপেও উইকেটের পেছনে তাঁকে দেখা গিয়েছিল। সেই থেকে মোট ২১ ম্য়াচ খেলতে নেমে ৮৩৪ রান বোর্ডে যোগ করেছেন ডানহাতি কর্ণাটকী ব্যাটার। গড় ৬৯.৫০। দুটো শতরান হাঁকিয়েছেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নিজে নেতৃত্বও দিয়েছিলেন রাহুল। 


ওয়ান ডে সিরিজের আগে রোহিত বলছেন, ''এটা সত্যিই সিদ্ধান্ত নেওয়া কঠিন। পন্থ ও রাহুল দুজনেই উন্নতমানের প্লেয়ার। দু জনেই স্টাম্পের পেছনে ও ব্য়াট হাতে দুর্দান্ত। দুজনেই তাঁদের মত করে ম্য়াচ উইনার। তবে এমন পরিস্থিতিত দলের জন্য ভাল। এতগুলো ভাল মানের প্লেয়ার হলে তাঁদের মধ্যে বেছে নেওয়া একজনকে, সত্যিই চ্যালেঞ্জিং। অধিনায়ক হিসেবে এই সমস্যাগুলোর সম্মুখিন হতে আমি চাই।''


আরও পড়ুন: অলিম্পিক্সে নামার আগে গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় গল্ফার, মা ভর্তি প্যারিসের হাসপাতালে