বেঙ্গালুরু: ১ মে আইপিএল চলাকালীন লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। তারপর থেকে তিনি মাঠের বাইরেই রয়েছেন। এই চোটের কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারেননি তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাহুল।


রাহুলের জিম সেশন


গত মাসেই চোট সারিয়ে তোলার জন্য লন্ডনে রাহুলের অস্ত্রোপ্রচার হয়েছিল। তারপর তারকা ক্রিকেটার নিজেই জানিয়েছিলেন, 'সকলকে হাই। সদ্যই আমার সফল অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে। আমি সকল ডাক্তার এবং মেডিক্যাল স্টাফকে ধন্যবাদ জানাতে চাই। আমার অস্ত্রোপ্রচার যাতে সফলভাবে হয়, তারজন্য ওঁরা নিজেদের সেরাটা দিয়েছেন। আমি সরকারিভাবে এবার (মাঠে) ফেরার পথ চলা শুরু করলাম। মাঠে নিজের সেরা ফর্মে ফিরতে আমি মরিয়া।' বর্তমানে রাহুল মাঠে ফেরার লক্ষ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব সারছেন।


দিনকয়েক আগে ঋষভ পন্থদের সঙ্গে ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার নিজের মাঠের ফেরার লড়াইয়ে জিমেও কসরত করতে দেখা গেল রাহুলকে। তিনি সদ্যই নিজের সোশ্যাল মিডিয়ায় জিম সেশনের পর নিজের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে রাহুল লেখেন, '৫৮তম দিন'। এর মাধ্যমে সম্ভবত তিনি চোট পাওয়ার পর মাঠে ফেরার লড়াইয়ের ৫৮তম দিনের কথাই বোঝাতে চেয়েছেন। তবে রাহুলের মাঠে ফেরা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।


 






৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ (Asia Cup)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি মেনেই হাইব্রিড মডেলেই এই টুর্নামেন্ট আয়োজনের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। খবর অনুযায়ী, এশিয়া কাপেও রাহুল চোট সারিয়ে মাঠে ফিরতে পারেবন না।


পন্থের বায়ো বদল


তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) গত বছরের একেবারে শেষের দিকে, ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পন্থ। তবে তাঁর মাঠে প্রত্যাবর্তন ঘটানোর জন্য এখনও খানিকটা সময় বাকি রয়েছে। এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম বায়ো বদলে ফেললেন তারকা ক্রিকেটার।


২৫ বছর বয়সি পন্থ নিজের ইনস্টাগ্রাম বায়ো এডিট করে তাতে নিজের দ্বিতীয় জন্মদিন যোগ করেছেন। এই বছরের ৫ জানুয়ারিকে নিজের দ্বিতীয় জন্মদিন হিসাবেই লিখেছেন পন্থ। চোট পাওয়ার পর একাধিকবার অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। তিনি বর্তমানে কারুর সাহায্য ছাড়াই নিজের পায়ে বর দিয়ে হাঁটাও শুরু করেছেন। সামনেই বিশ্বকাপ, দ্রুত সুস্থ হয়ে পন্থকে তাই সেই মেগা টুর্নামেন্টের আগে সারিয়ে তোলা যায় নাকি, সেই বিষয়ে বিসিসিআই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলেই খবর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?