নাগপুর: টেস্ট ক্রিকেটে দেশের জার্সিতে খেলা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন থাকে। সেই স্বপ্নই এবার পূরণ করলেন কে এস ভরত। বিগত ২ বছর ধরে ভারতীয় টেস্ট দলের সঙ্গে প্রত্যেকটি সফরে গিয়েছেন। কিন্তু প্রথম একাদশে সুযোগ মেলেনি। এবার পন্থ না থাকায় ভরতকে সুযোগ দেওয়া হবে, এমনটা শোনা যাচ্ছিল প্রথম থেকেই। কিন্তু তবুও ঈশান কিষাণের উপস্থিতি কোথাও একটু সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি সুযোগ পেলেন। আর শুধু পেলেনই না। টেস্ট অভিষেকে প্রথম দিনেই দুর্দান্ত স্টাম্পিং করে ফেরালেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেনকে।
ভরত এর আগে ভারতের হয়ে এর আগে এক ম্যাচে ঋদ্ধিমান আহত হওয়ায় পরিবর্ত হিসাবে কিপিং করতে নেমেছিলেন বটে, তবে টেস্ট অভিষেক ঘটাননি তিনি। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পরে বর্তমানে শয্যাশায়ী। তাই তাঁর বদলে ভারতীয় দলে কিপার হিসাবে কে সুযোগ পাবেন সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে সুযোগ পেলেন কেএস ভরত। চেতেশ্বর পূজারা ভরতকে তাঁর টেস্ট ক্যাপ দেন। এরপরই মাঠে উপস্থিত মায়ের দিকে এগিয়ে যান ভরত। মুহূর্তেই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে গোটা স্টেডিয়াম। মা-কে জড়িয়ে ধরেন ভরত। ছেলের গালে স্নেহের চুম্বন দেন ভরতের মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।
কুম্বলেকে টেক্কা অশ্বিনের
টেস্ট ক্রিকেটে দারুণ এক রেকর্ড গড়লেন আর অশ্বিন (R Ashwin)। ভেঙে দিলেন কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) কীর্তি।
নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন তামিলনাড়ুর অফস্পিনার। তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। অশ্বিনের বোলিং পরিসংখ্যান ১৫.৫-২-৪২-৩। রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধে অশ্বিনের স্পিনই অজি ব্যাটারদের ঘায়েল করেছে বৃহস্পতিবার।
টেস্ট ক্রিকেটে সাড়ে চারশো উইকেট হয়ে গেল অশ্বিনের। দেশের হয়ে ৮৯তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। গড়লেন নতুন কীর্তি। অশ্বিনের আগে অনিল কুম্বলে ৯৩তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন। তিনিই এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে দ্রুততম সাড়ে চারশো উইকেট নেওয়া বোলার। অস্ট্রেলিয়ার ক্যারি হলেন অশ্বিনের সাড়ে চারশোতম শিকার। আপাতত ৪৫২ উইকেট হয়ে গেল অশ্বিনের।