ফ্লোরিডা: ইন্টার মায়ামিতে (Inter Miami) লিওনেল মেসি (Lionel Messi) যোগ দেওয়ার পর থেকে একের পর এক সাফল্য পেয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবটি ইতিমধ্যে জিতে নিয়েছে লিগস কাপ। পৌঁছে গিয়েছে ইউএস ওপেন কাপের ফাইনালে। এবার মেজর লিগেও (Major League Soccer) 'মেসি ম্যাজিক' অব্যাহত। নিজের লিগ অভিষেকেই গোল পেলেন আর্জেন্তাইন মহাতারকা। নিউ ইয়র্ক রেড বুলকে ২-০ হারাল ইন্টার মায়ামি।


মেসি অবশ্য এই ম্যাচে প্রথম থেকে খেলেননি। প্রথম একাদশ থেকে অনুপস্থিত ছিলেন আরেক তারকা ফুটবলার সার্জিও বুস্কেতসও। তাঁদের খানিকটা বিশ্রাম দিতেই এদিন তারকা ফুটবলারদ্বয়কে বেঞ্চে রেখেছিলেন ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনো। মেসির অনুপস্থিতিতে ম্যাচের ৩৭ মিনিটে দলের প্রথম গোলটি করে দিয়েগো গোমেজ়। প্রথমার্ধে আর কোনও গোল করতে পারেনি দুই দলের কেউই। ফলে ১-০ লিড নিয়েই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।


তবে প্রথমার্ধে মাঠে না নামলেও, মাঠে উপস্থিত সকল দর্শকদের প্রত্যাশাপূরণ হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের এক ঘণ্টার মাথায় মেসি ও বুস্কেতস উভয়কেই মাঠে নামানো হয়। জয় নিশ্চত করতে গোলের সন্ধানে আক্রমণ চালাতে থাকে ইন্টার মায়ামি। অবশেষে নির্ধারিত ৯০ মিনিটের একেবারে শেষলগ্নে গোল পায় ইন্টার। গোলদাতা অবশ্যই লিওনেল মেসি। বাঁ উইং থেকে বাড়ানো বল দুর্দান্তভাবে নিজের দখলে আনেন মেসি। তারপর বক্সের মধ্যে দুর্দান্ত টাচ এবং ঠিকানা লেখা পাস বাড়ান। এরপর ফিরতি বলে ফাঁকা গোলের সামনে টেপ ইন মিস করেননি আর্জেন্তাইন মহাতারকা।


৮৯ মিনিটে মেসির গোলে ইন্টারের জয় সুনিশ্চিত হয়ে যায়। নতুন ক্লাবের হয়ে নিজের লিগ অভিষেকে গোল করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসেন 'এলএম১০'। এই নিয়ে মার্কিন মুলুকের ক্লাবের হয়ে নয় ম্যাচ খেলে মোট ১১টি গোল করে ফেললেন লিওনেল মেসি। তার ক্লাবে আগমনের পর থেকেই দলের ভাগ্য যে বদলে গিয়েছে তা বলাই বাহুল্য। মেসির আগমনের আগে পরপর পরাজিত হচ্ছিল তাঁর ক্লাব। তবে তাঁর আগমনের পর ইতিমধ্যেই এক ট্রফি ঘরে এসেছে, আরেকটি ট্রফি জয়ের হাতছানিও রয়েছে। এবার এই জয়ের সুবাদে লিগ তালিকাও উন্নতি হল তাদের। লিগের সর্বনিম্ন স্থান থেকে একধাপ থেকে উপরে উঠে এল ইন্টার মায়ামি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কেরিয়ারের ৬৩তম হ্যাটট্রিক রোনাল্ডোর, ৫-০ গোলে জিতল আল নাসর