নয়াদিল্লি: বার্মিংহামে আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে (IBSA World Games) ভারতীয় মহিলা দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল (India's Blind Women's Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় উইকেটে দুরন্ত জয় পেয়ে সোনা জিতল ভারত। ভারতীয় দৃষ্টিহীন দলকে এই দুরন্ত সাফল্যের জন্য শুভেচ্ছায় ভাসালেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও ভারতীয় রাষ্ট্রপতি।
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নরেন্দ্র মোদি বলেন, 'আইএসবিএ ওয়ার্ল্ড গেমসে ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সোনা জয়ের জন্য অনেক শুভেচ্ছা। এই দুরন্ত সাফল্যের ভারতীয় মহিলা দলের অনবদ্য উদ্যমেরই পরিচয়বাহক। ভারতীয়দের গর্বে বুক ফুলে উঠছে।'
ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জেতায় ভারতীয় মহিলা দলকে অনেক অভিনন্দন। আইবিএসএ ওয়ার্ল্ড গেমসের প্রথম পর্বে এই ঐতিহাসিক ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গোটা দেশ ভীষণ গর্বিত।'
ম্যাচের বিবরণ
শনিবার এজবাস্টনে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। টস জিতে অজি ক্যাপ্টেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও দল কোনও কাজে লাগাতে পারেনি সেই সিদ্ধান্ত। প্রথম উইকেট তারা হারায় ১৯ রানের মাথায়। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া দৃষ্টিহীন ক্রিকেট দল। মিডল অর্ডারে যদিও অজিদের কিছুটা লড়াইয়ে ফেরান লুইস এবং ওয়েবেক। ২ জনে মিলে ৫৫ রান যোগ করেন। ২৮ বলে ২৯ রান করে লুইস আউট হন। ৩০ রানে অপরাজিত থাকেন ওয়েবেক। এদিন অস্ট্রেলিয়ার পাঁচজন ব্যাটার রান আউট হন। ভারতীয় বোলারদের মধ্য়ে দীপিকা টিসি ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন। ডেভিস ও ও টুডু ১টি করে উইকেট পান।
ভারতীয় দল ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি নামে। ফলে বৃষ্টি থামার পর যখন খেলা শুরু হয়, তখন লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায় ৪২ রান। ৯ ওভার হাতে সময় ছিল ভারতের কাছে। কিন্তু মাত্র ৩.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৭ বলে ১১ রান করেন নীলাপ্পা। ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন দীপিকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial