মুম্বই: পরিকল্পনা ছিল ইন্ডোর ট্রেনিং অ্যাকাডেমি তৈরি করার। যে কারণে ১৯৮৮ সালে ২০০০ স্কোয়্যার মিটার জমি দেওয়া হয়েছিল সুনীল গাওস্করকে (Sunil Gavaskar)। কিন্তু কিংবদন্তি ক্রিকেটারের থেকে সেই জমি এবার হস্তান্তর করা হল মুম্বইয়েরই আর এক তারকা ক্রিকেটারকে। সোমবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ওই ২০০০ বর্গ মিটার জমি দেওয়া হবে অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane)।


কী হবে ওই জমিতে? ২০০০ বর্গ মিটার জমিতে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। কেন আচমকা গাওস্করের হাত থেকে জমি নিয়ে তা তুলে দেওয়া হল রাহানের হাতে?


শোনা যাচ্ছে ৩০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ওই জমিতে কোনও পরিকাঠামো তোলার কাজ শুরুই করেননি গাওস্কর। বছর দুয়েক আগে সেই জমি মহারাষ্ট্র সরকারের কাছে ফিরিয়ে দেন লিটল মাস্টার।


আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মহারাষ্ট্র সরকারের থেকে ৩৬ বছর আগে একটি জমি পেয়েছিলেন গাওস্কর। কিংবদন্তি ক্রিকেটারের ইচ্ছে ছিল, ক্রিকেট অ্যাকাডেমি গড়বেন ওই জমিতে। তবে সেই জমি কাজে লাগাতে না পারায় সরকারকে ফেরত দিয়েছিলেন দু'বছর আগে। সুনীল গাওস্করের সেই জমি এবার ভারতীয় দলের আর এক ক্রিকেটার রাহানেকে দেওয়ার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। এই মর্মে একটি প্রস্তাবও পাশ হয়ে গিয়েছে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে।


 






মহারাষ্ট্র সরকারের দাবি, বান্দ্রার ওই জমি আপাতত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে বেশ কিছু জমি জবরদখলও হয়ে গিয়েছে। তা আগে পুনরুদ্ধার করা হবে। তার পরে তা রাহানের হাতে তুলে দেওয়া হবে। গাওস্কর ২০২২ সালেই পুরো জমি সরকারকে ফেরত দিয়েছিলেন। আপাতত ৩০ বছরের লিজে রাহানেকে এই জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


আরও পড়ুন: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।