চেন্নাই: বাংলাদেশকে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্য়বধানে উড়িয়ে দিয়েছে ভারত (India vs Bangladesh)। সেই সঙ্গে দুই টেস্টে ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ জয় যেন কার্যত সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করে নিয়েছে ভারত।


তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উদ্বেলিত কারণ, প্রায় ২০ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। তাঁর প্রাণ সংশয় তৈরি হয়েছিল। একটা সময় তিনি আদৌ আর কোনওদিন হাঁটাচলা করতে পারবেন কি না, তা নিয়ে ছিল প্রশ্ন।


সেই ঋষভ পন্থ শুধু মাঠেই ফেরেননি, ব্যাট হাতে দুরন্ত ছন্দ ফিরে পেয়েছেন। ভারতের জার্সিতে জিতেছেন টি-২০ বিশ্বকাপ। টেস্টের আঙিনায় ফিরেই সেঞ্চুরি। ধরে ফেলেছেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে। ভারতীয় উইকেটকিপার ব্যাটারদের মধ্যে ধোনির সঙ্গে সর্বোচ্চ সংখ্যক ৬টি সেঞ্চুরি রয়েছে পন্থের।


পন্থ যে নিজের দিনে কী করতে পারেন, ভালই জানেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। গাব্বায় তাঁর বিধ্বংসী ইনিংস এখনও অস্ট্রেলীয় শিবিরের কাছে আতঙ্ক সম। এ বছরের শেষের দিকে ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। সেই সিরিজের গেমচেঞ্জার হতে পারেন পন্থ।


বর্ডার গাওস্কর সিরিজের জন্যই অনেক আগে থেকেই নীল নকশা তৈরি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া শিবির। এবার ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। জানিয়েছেন, পন্থকে নিয়ে আলাদা পরিকল্পনা তৈরি করছেন তাঁরা। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে কামিন্স জানিয়েছেন, পন্থ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, জানেন তাঁরা। আর সেই কারণে চান দ্রুত পন্থকে ফেরাতে।


প্রায় ১০ বছর বর্ডার গাওস্কর ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। পরপর দুবার অস্ট্রেলিয়াকে তাদের দেশে গিয়ে টেস্ট সিরিজে হারিয়ে এসেছে ভারত। কামিন্স বলেছেন, 'প্রত্যেক দলেই এমন দু-একজন ক্রিকেটার থাকে যারা ম্যাচের রং পাল্টে দেয়। অস্ট্রেলিয়ার যেমন রয়েছে ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ। এরা আগ্রাসী ক্রিকেট খেলে ম্যাচ হাতের বাইরে নিয়ে চলে যেতে পারে। ঋষভ পন্থরও তাই। ও এমন একটা রিভার্স স্ল্যাপ শট খেলে যা অবিশ্বাস্য। সেটা থেকেই বোঝা যায় ও কী মানের ব্যাটার। ও এমন একজন প্লেয়ার যার আগের দুই সিরিজেই বড় প্রভাব ছিল। এবার ওকে শান্ত রাখতেই হবে।'





আরও পড়ুন: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।