নয়াদিল্লি: আইপিএল (IPL 2023) শুরু এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তবে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। এই মরসুমে তাঁর মাঠে নামা নিয়ে প্রবল জল্পনা কল্পনা থাকেলও, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) ফের একবার আইপিএলের মঞ্চ মাতাতে দেখা যাবে বলে আশা করাই যায়। আইপিএলের জন্যই নেটে জোরকদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ধোনি।


অনুশীলনে স্বমহিমায় ধোনি


আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন আগেই অবসর ঘোষণা করেছেন ধোনি। বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের ক্রিকেটই খেলেননা ধোনি। তাই মরসুম শুরুর বেশ খানিকটা আগেই ছন্দে ফিরতে অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি। নেটে অনুশীলনেই লম্বা লম্বা ছক্কা হাঁকাতে দেখা গেল ধোনিকে। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সেই ভিডিও স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, ধোনি আপাতত কেবল স্পিনারদের বিরুদ্ধেই ব্যাট করছেন। সিএসকের অনুশীলন শুরু হওয়ার পরেই তিনি ফাস্ট বোলারদের বিরুদ্ধে অনুশীলন করবেন। 


এই মরসুম ৪১-র ধোনির শেষ আইপিএল মরসুম হতে পারে বলে জল্পনা আছেই। তবে ধোনি কোনওদিনই জল্পনা-কল্পনায় তেমন কান দেননি। নিজের সময় মতোই সকলকে চমকে দিয়ে এসেছিল প্রথমে টেস্ট ও পরে তাঁর আন্তর্জাতিক অবসরের ঘোষণা। তাই আইপিএল থেকে তিনি কবে অবসর নেবেন সেই বিষয়ে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা কতটা উচিত হবে, সেই নিয়ে সন্দেহ রয়েইছে।


 






হৃষিকেশে বিরুষ্কা


বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ চললেও, সেই সিরিজে ভারতী. দলে বিরাট কোহলি (Virat Kohli) নেই। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের আগে আপাতত বিশ্রামে রয়ছেন কোহলি। বিশ্রামের মাঝেই স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে হৃষিকেশে পৌঁছে গেলেন কোহলি। স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে পুজো করতে দেখা যায় 'বিরুষ্কা'কে (Virushka)।


খবর অনুযায়ী বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আশ্রমেই সকলের সঙ্গে পুজো অর্চনা করবেন এবং তারকা দম্পতির তরফে এক লঙ্গরেরও আয়োজন করা হয়েছে। বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে চললেও, বিরাট এই সিরিজে ভারতীয় দলের অঙ্গ নন। তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এই সুযোগেই আশ্রমে পৌঁছে গেলেন বিরুষ্কা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও ভারত-শ্রীলঙ্কা সিরিজেও বিশ্রামে থাকাকালীন বৃন্দাবনের এক আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। তারপরেই মাঠে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকান বিরাট। এবার সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজেও বিরাট কোহলির শতরান হাঁকান কি না, সেটাই দেখার।


আরও পড়ুন: খারাপ পিচের পরিণামে চাকরি হারালেন লখনউয়ের পিচ প্রস্তুতকারক?