হৃষিকেশ: বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ চললেও, সেই সিরিজে ভারতী. দলে বিরাট কোহলি (Virat Kohli) নেই। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের আগে আপাতত বিশ্রামে রয়ছেন কোহলি। বিশ্রামের মাঝেই স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে হৃষিকেশে পৌঁছে গেলেন কোহলি। স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে পুজো করতে দেখা যায় 'বিরুষ্কা'কে (Virushka)।


হৃষিকেশে বিরুষ্কা


খবর অনুযায়ী বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আশ্রমেই সকলের সঙ্গে পুজো অর্চনা করবেন এবং তারকা দম্পতির তরফে এক লঙ্গরেরও আয়োজন করা হয়েছে। বর্তমানে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে চললেও, বিরাট এই সিরিজে ভারতীয় দলের অঙ্গ নন। তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এই সুযোগেই আশ্রমে পৌঁছে গেলেন বিরুষ্কা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও ভারত-শ্রীলঙ্কা সিরিজেও বিশ্রামে থাকাকালীন বৃন্দাবনের এক আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। তারপরেই মাঠে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকান বিরাট। এবার সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজেও বিরাট কোহলির শতরান হাঁকান কি না, সেটাই দেখার।


সাম্প্রতিককালে বিরাট সীমিত ওভারের ক্রিকেটে ভাল ফর্মে থাকলেও, লাল বলের ক্রিকেটে রান পাননি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের সাফল্যের জন্য বিরাটের রান করাটা যে কতটা জরুরি, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। এমনিই ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এই সিরিজেও তেমনটা হওয়ার সম্ভাবনা প্রবল। উপরন্তু, এই সিরিজের ওপর নির্ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। তাই এই সিরিজের বাড়তি গুরুত্বও রয়েছে। 


শেফালিদের সংবর্ধনা


মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার সেই বিশ্বজয়ী অনুর্ধ্ব ১৯ দলকে সংবর্ধনা জানাতে চলেছে ভারতীয় বোর্ড। সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ ঘোষণা করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং বিসিসিআইয়ের (BCCI) তরফে শেফালিদের সংবর্ধনা দেওয়া হবে। বুধবার, ১ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৯ মহিলা দলকে সংবর্ধনা দেওয়া হবে।


জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় শেফালিদের সংবর্ধনার কথাটি জানিয়ে লেখেন, 'আমি প্রবল উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের তরফে বিশ্বজয়ী অনুর্ধ্ব ১৯ দলকে ১ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬.৩০টায় সংবর্ধনা দেওয়া হবে। তরুণ ক্রিকেটাররা দেশকে গর্বিত করেছেন এবং আমরা ওদের কৃতিত্বকে সম্মান জানাব।'


আরও পড়ুন: কার থেকে ব্যাটিং টিপস নেন, জানালেন বিধ্বংসী ছন্দে থাকা সূর্যকুমার