কলকাতা: রাজনীতির ময়দানে তাঁরা যুযুধান। প্রত্যেক মুহূর্তে একে অপরকে বিঁধতে ছাড়েন না। কিন্তু এমন কী হল যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) অভিনন্দন বার্তায় ভরালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
বৃহস্পতিবার বিকেলের দিকে এক্স হ্যান্ডলে অমিত শাহর উদ্দেশে দীর্ঘ পোস্ট করলেন মমতা (Mamata Banerjee)। অমিত শাহর পুত্র জয় শাহ সদ্য আইসিসি চেয়ারম্যান (ICC Chairman) নির্বাচিত হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব পদে ছিলেন জয় শাহ (Jay Shah)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আইসিসি চেয়ারম্যান হয়েছেন। তাঁকে ও তাঁর পিতা অমিত শাহকে সেই জন্যই অভিনন্দন জানিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রী লিখেছেন, 'অভিনন্দন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!! আপনার ছেলে রাজনীতিবিদ হয়নি। কিন্তু আইসিসি চেয়ারম্যান হয়ে গিয়েছে। যে পদটি অনেক রাজনীতিবিদের চেয়েও অনেক অনেক গুরুত্বপূর্ণ পদ!! আপনার ছেলে সত্যিই ভীষণ ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। এই সর্বোচ্চ প্রাপ্তির জন্য আপনাকে অনেক অভিনন্দন। কুর্নিশ।'
ঘটনা হচ্ছে, ক্রিকেট প্রশাসনে অমিত শাহ পুত্রের দাপটের উপস্থিতিকে এর আগেও বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বার মনোনীত না করার পর কেন্দ্রের শাসক দলকে কাঠগড়ায় তুলেছিলেন মমতা। সেই সময় বলা হয়েছিল, জয় শাহ ও অমিত শাহর অঙ্গুলিহেলনেই প্রশাসক পদ থেকে সরতে হয়েছে সৌরভকে। এও বলা হয়েছিল যে, বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করানোর উদ্যোগে সৌরভ বেঁকে বসায় তাঁকে বোর্ড প্রশাসন থেকেও ছেঁটে ফেলার নীল নকশা বানানো হয়েছিল।
এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি-র মসনদে বসেছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের পুরো নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে। মমতা সরাসরি না লিখলেও, শ্লেষ মাখানো এক্স পোস্টে অনেকে এর পিছনেও বিজেপি ও কেন্দ্রীয় সরকারের হাতই দেখছেন।
আরও পড়ুন: ফের বিরল দৃশ্য কলকাতায়, মাঠের শত্রুতা ভুলে ন্যায়বিচারের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে