বেঙ্গালুরু: দলীপ ট্রফির (Duleep Trophy 2024) লড়াই শেষে ট্রফি উঠল ময়ঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দলের হাতে। ময়ঙ্কের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'এ' ১৩২ রানের বিরাট ব্যবধানে ইন্ডিয়া 'সি'-কে (IND A v IND C) হারিয়ে ট্রফি নিজেদের নামে করে। সাই সুদর্শনের চোখধাঁধানো ১১১ রানের ইনিংসও ইন্ডিয়া 'সি'-র পরাজয় রুখতে পারল না।  তনুষ কোটিয়ান এবং প্রসিদ্ধ কৃষ্ণর অনবদ্য বোলিং ইন্ডিয়া 'এ'-র ট্রফিজয় সুনিশ্চিত করে। 


শেষ রাউন্ডের ম্যাচ শুরুর আগে ১২ পয়েন্টে থাকা ইন্ডিয়া 'সি'-র থেকে তিন পয়েন্ট পিছিয়ে ছিল ইন্ডিয়া 'এ'। তবে দুই দলের মুখোমুখি সাক্ষাতে প্রথম থেকে শেষ দিন অবধি ময়ঙ্করাই নিজেদের দাপট দেখান। শেষমেশ জয়ও ছিনিয়ে নেন। এই ম্যাচ জিতেই ইন্ডিয়া 'এ' পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যায়। 


 






ম্যাচের শেষদিন ৩৫০ রান তাড়া করতে নেমে ইন্ডিয়া 'সি'- ২১৭ রানেই অল আউট হয়ে যায়। প্রসিদ্ধ ৫০ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তুনষ কোটিয়ান প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান। তিনে নামা সাই সুদর্শন অনবদ্য শতরান হাঁকালেও, ইন্ডিয়া 'সি'-র মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। সাই সুদর্শন বাদে কেবল অধিনায়ক রুতুরাজেই বলার মতো রান করেন। তাঁর সংগ্রহ ৪৪। প্রথম ইনিংসে ৮২ রানের লড়াকু ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে বাংলার অভিষেক পোড়েল খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এর ফলে ইন্ডিয়া 'সি'-র পক্ষে ম্যাচ জেতা কার্যত অসম্ভবই ছিল। অনসূল কম্বোজরে আউট করে ইন্ডিয়া 'এ'-র জয় সুনিশ্চিত করেন প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচে প্রথম ইনিংসে ১২৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রান করে ম্যাচ সেরা হন শ্বাশত রাওয়াত।


দলীপ ট্রফির অপর ম্যাচে পরাজিত হতে অভিমন্যু ঈশ্বরণের ইন্ডিয়া 'বি'-কেও। প্রথম ইনিংসে ইন্ডিয়া 'ডি'-র বিরুদ্ধে অভিমন্যু দুরন্ত সেঞ্চুরি হাঁকান। তবে দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তাড়া করতে নেমে ইন্ডিয়া 'বি'-কে শেষ করে দেন অর্শদীপ সিংহ ও আদিত্য় ঠাকরে। অর্শদীপ ছয়টি উইকেট ও আদিত্য চার উইকেট নেন। ইন্ডিয়া 'বি'- মাত্র ১১৫ রানেই অল আউট হয়ে যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, বিশ্রাম পেলেন বুমরা?