লখনউ: আইপিএলে তিনি বল হাতে গতির আগুনে প্রতিপক্ষ শিবিরের ব্যাটারদের মধ্যে থরহরিকম্প ধরিয়ে দিয়েছিলেন। সেই ময়ঙ্ক যাদব কোথায় গেলেন? ক্রিকেটপ্রেমীরা অনেকেই কৌতূহলী।


অনেকে ভেবেছিলেন, ভারতের টেস্ট দলের সম্পদ হতে পারেন ময়ঙ্ক। যদিও বোর্ড সচিব জয় শাহ আশঙ্কা প্রকাশ করেছেন, বর্ডার-গাওস্কর ট্রফির সময়ও মাঠের বাইরেই থাকতে হতে পারে ময়ঙ্ককে। কেন? চোট আঘাতে জর্জরিত হয়ে রয়েছেন ভারতীয় পেসার।


কোথায় রয়েছেন ময়ঙ্ক? তিনি আপাতত রিহ্যাবিলিটেশন করছেন বেঙ্গালুরুতে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। যদিও তাঁকে এভাবে রক্ষা করা কঠিন বলে জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পারস মামব্রে। তিনি বলেছেন, 'আমি ময়ঙ্ককে নিয়ে কিছু বলতে পারব না কারণ কোনও নিশ্চয়তা নেই ও দলে থাকবে কি না। তবে ও খুব প্রতিভাসম্পন্ন ফাস্টবোলার। আমরা ওর খেয়াল রাখছি। ও এখন এনসিএ-তে রয়েছে।' মামব্রে যোগ করেছেন, 'চোট লেগে যেতে পারে বলে ওকে তুলোয় মুড়ে রাখা যাবে না। ওকে বল করতে হবে। একজন বোলারকে বল করতেই হবে। যত বোলিং করবে, তত নিয়ন্ত্রণ বাড়বে। ও নিজেই বুঝতে পারবে ওর শরীর কতটা নিতে পারবে।'


গত আইপিএলে (IPL 2024) সবচেয়ে হইচই ফেলেছিলেন কে? একটাই নাম ঘুরে ফিরে উঠে আসবে আলোচনায়। ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) জার্সিতে বল হাতে আলোড়ন ফেলেছিলেন। ছিপছিপে শরীর। অথচ ঘণ্টায় দেড়শো কিলোমিটাররেও বেশি গতিতে বল করছিলেন। গত আইপিএলে দ্রুততম বলটিও বেরিয়িলছে তাঁর হাত থেকেই। ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন ময়ঙ্ক।


তবে চোট পেয়ে আইপিএলের বিরাট একটা অংশ ময়ঙ্ক যাদবকে (Mayank Yadav) মাঠের বাইরে কাটাতে হয়। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে কাটানোর পর লখনউ সুপার জায়ান্টস (LSG) দল থেকে জানানো হয়েছিল যে, সম্পূর্ণ ফিট ডানহাতি ফাস্টবোলার। পাঁচ ম্যাচ বাইরে থাকার পর হার্দিক পাণ্ড্যর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ময়ঙ্ক। কিন্তু ফের চোট পান। সেই ম্যাচে নিজের চার ওভার সম্পূর্ণ করতে পারেননি ময়ঙ্ক। 


তারপর থেকেই মাঠের বাইরে তরুণ পেসার।


আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা