নয়াদিল্লি: বিশ্বরেকর্ড গড়েছিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। দুঃস্বপ্নের রাত উপহার দিয়েছিলেন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডকে। ৬ বলে ৬ ছক্কার নজির গড়েছিলেন।
যুবির সেই ছয় ছক্কার কীর্তি স্পর্শ করলেন সামোয়ার ক্রিকেটার ডারিয়াস ভিসার (Darius Visser)। ভেঙে দিলেন যুবরাজের এক ওভারে ৩৬ রানের বিশ্বরেকর্ড। এক ওভারে নিলেন ৩৯ রান!
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। সেই টুর্নামেন্টে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছটি ছক্কা হাঁকান যুবরাজ। সেই ওভারে যুবি তুলেছিলেন ৩৬ রান। সেই ঐতিহাসিক কীর্তিকে টপকে গেলেন ডারিয়াস ভিসার। এক ওভারে ৩৯ রান তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক গড়লেন সামোয়ার ক্রিকেটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড হল মঙ্গলবার। এক ওভারে ছয় ছক্কা সহ মোট ৩৯ রান নিলেন ডারিয়াস। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এটি বিশ্বরেকর্ড। যুবরাজের পাশাপাশি কায়রন পোলার্ডকেও ছুঁয়ে ফেললেন ভিসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে মুখোমুখি হয়েছিল সামোয়া ও ভানুয়াটু। সেখানেই হয়েছে এই রেকর্ড। সামোয়ার উইকেটকিপার ব্যাটার ডারিয়াস ভিসারের ব্যাটিং তাণ্ডব রুখতে কিছুই করতে পারেননি ভানুয়াটুর নালিন নিপিকো। তাঁর বলে ৬টি ছক্কা মারেন ডারিয়াস। যদিও সেটা ৬ বলে ৬ ছক্কা নয়। একাধিক নো বল করেন নিপিকো। সব মিলিয়ে ৬টি ছক্কা মারেন। এক ওভারে ৩৯ রান ওঠে।
কীভাবে উঠল ৩৯ রান? সামোয়ার ইনিংসের ১৫তম ওভারের প্রথম তিন বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছয় মারেন ডারিয়াস। নিপিকোর পরের বলটি নো হয়। ফ্রি হিটেও লেগ সাইডের ওপর দিয়ে ছয় হাঁকান ডারিয়াস। যদিও তার পরের বলটিতে কোনও রান নিতে পারেননি। কিন্তু পরের দুটি বল ফের নো করেন নিপিকো। প্রথমটির সুবিধা না নিতে পারলেও পরের বলে ফের ছয় মারেন। ওভারের শেষ বলেও পুল শটে ছক্কা মারেন ডারিয়াস। ৬টি ছয় ও নো বল ধরে উঠে যায় মোট ৩৯ রান।
আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা