IND vs AUS: 'আমি তো আর ভারতের বোলিং কোচ নই..', হঠাৎ কেন এমন কথা বললেন স্টার্ক?

Border Gavaskar Trophy: পারথে বল করছিলেন যখন তখন জয়সওয়াল তাঁর সঙ্গে স্লেজিং করেছিলেন। অ্য়াডিলেডে তারই মুধুর প্রতিশোধ নিলেন ভারতীয় ওপেনারকে ফিরিয়ে।

Continues below advertisement

অ্য়াডিলেড: ম্য়াচের প্রথম বলেই কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। জয়সওয়ালকে আচমকা স্লোয়ারে বোকা বানিয়ে লেগবিফোর করেছিলেন। এরপর গোলাপি বলের টেস্টে প্রথম দিনটা পুরোটাই নিজের নামে করে নিয়েছিলেন মিচেল স্টার্ক। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। এরমধ্যে একাই ছয় উইকেট তুলে নিয়েছিলেন। ৪৮ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন স্টার্ক প্রথম ইনিংসে।

Continues below advertisement

শুক্রবার ম্য়াচের প্রথম বলেই জয়সওয়ালকে ফিরিয়েছিলেন স্টার্ক। নিজের কেরিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসের প্রথম বলেই উইকেট পেলেন অজি পেসার। তাঁর বিধ্বংসী স্পেলের পর পাল্টা ব্যাট করতে নেমে শুক্রবার ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৬ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। যেখানে অঝি বোলারদের সামনে নাকানিচোবানি খেলেন ভারতীয় ব্যাটাররা। সেখানে কীভাবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে এত ভাল খেলছিলেন লাবুেশন ও ম্য়াকস্য়ুইনি? এই প্রশ্ন তুলেই সমালোচনা করেছিলেন সুনীল গাওস্কর। শুক্রবার স্টার্ককেও সাংবাদিক বৈঠকে ভারতীয় বোলিং নিয়ে প্রশ্ন করা হলে অজি পেসার বলেন, ''আমি ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ নই। তাই আমার পক্ষে ওদের পারফরম্যান্স নিয়ে বলার কিছু নেই।''

পারথে বল করছিলেন যখন তখন জয়সওয়াল তাঁর সঙ্গে স্লেজিং করেছিলেন। অ্য়াডিলেডে তারই মুধুর প্রতিশোধ নিলেন। তরুণ ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে কি বিশেষ কোনও পরিকল্পনা তৈরি করে নেমেছিলেন স্টার্ক? প্রথম দিনের খেলাশেষে স্টার্ককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'স্টাম্পে বল রেখে প্যাডে মারব। এটা বাদে আর কিছুই ভাবিনি।' তিনি জানান শুরুতে নতুন বল হাতে স্টাম্প আক্রমণ করাটাই বরাবর তাঁর পরিকল্পনা থাকে। 'বেশ অনেকদিন ধরে এটাই তো আমার ভূমিকা। শুরুতেই স্টাম্প আক্রমণ করে সাফল্য লাভ করারই লক্ষ্যে থাকি। আজ একটা সাফল্য পেয়ে সন্তুষ্ট লাগছে। এই ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে শুরুতেই সাফল্য পাওয়াটা যে কতটা জরুরি, সেটা আমরা সকলেই জানি। এমনভাবে শুরুটা হলে তো ভালই। এটা নিঃসন্দেহে বড় ম্যাচ ও বড় সিরিজ়।' বলেন তিনি। 

স্টার্ক এদিন ৪৮ রানের বিনিময়ে ছয় উইকেট নেন। ১৮০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। এটাই টেস্টে স্টার্কের কেরিয়ার সেরা বোলিং। স্টার্কের মতে আইপিএল এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জেরেই ভয়ের বিযয়টা আজকালকার তরুণদের মধ্যে আর নেই। 'খেলার ধরন বদলেছে। মনে হয় সেটা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। এদের অনেকেই তো আইপিএলের মাধ্য়মে উঠে এসেছে এবং ওরা সকলেই অকুতোভয়।' বলেন তারকা ফাস্ট বোলার। 

Continues below advertisement
Sponsored Links by Taboola