কলকাতা: ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে অবসর নিলেন মঈন আলি (Moeen Ali)। চলতি বছর শেষবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিলেন তারকা অলরাউন্ডার। ৩৭ বছরের তারকা অলরাউন্ডার নিজের সোশ্যাল মিডিয়া বিবৃতিতে এই বিষয় জানিয়েছেন। মঈন জানিয়েছেন, ''আমার বয়স এখন ৩৭। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে আমাকে দলে নেওয়া হয়নি। ইংল্য়ান্ডের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছি। তবে এখন আমার মনে হচ্ছে যে এটা পরবর্তী প্রজন্মের সময়। আমার মনে হয়েছে সরে যাওয়ার এটাই সেরা সময়।''


ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার আরও বলেন, ''আমি গর্বিত। যখন প্রথম ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাই, তখন জানতাম না যে ইংল্যান্ডের হয়ে আমি এতগুলি ম্যাচ খেলার সুযোগ পাব। প্রায় ৩০০ ম্যাচ খেলেছি ইংল্যান্ডের জার্সি পরে। প্রথম কয়েক বছর টেস্ট ক্রিকেটই বেশি খেলেছি। অইন মর্গ্যান এক দিনের দলের অধিনায়ক হওয়ার পর ক্রিকেট আমার কাছে আরও মজাদার হয়ে উঠেছিল। তবে আমি টেস্ট ক্রিকেটকেই সবসময় প্রাধান্য় দিয়েছি।''


২০১৪ সালেই ওয়ান ডে ক্রিকেটে অবসর হওয়ার পর থেকে আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটে ১৩৮ ম্য়াচে ২৩৫৫ রান করেছেন। ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ১২৮। টেস্টেও ২০১৪ সালেই অভিষেকের পর থেকে ৬৮টি ম্য়াচ খেলেছেন। মোট ৩০৯৪ রান করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৯২টি ম্য়াচ খেলেছেন ১২২৯ রান করেছেন। মোট ৬৬৭৮ রান ঝুলিতে পুরেছেন মঈন আন্তর্জাতিক ক্রিকেটে। ৩৬৬ উইকেট নিয়েছেন। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্য ছিলেন মঈন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্য়ান্ড দলেরও সদস্য ছিলেন তারকা অলরাউন্ডার।


মঈন আরও বলেন, ''আমি সবসময় বাস্তবের সঙ্গে থাকতে চাই। আমি হয়ত ইংল্যান্ড দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছুদিন খেলতেই পারতাম। অন্তত খেলার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমি বাস্তব মেনে চলতে চাই। এখনই অবসর নাও নিতে পারতাম। আরও খেলতে পারতাম, এটা ঠিক। আবার এটাও ঠিক, ভাল খেলতে পারছিলাম না কিছু দিন ধরে। দলের স্বার্থ আমার কাছে সবার আগে। দল কী চাইছে, তা বোঝার চেষ্টা করছিলাম। টিম ম্য়ানেজমেন্ট নতুন কিছু ভাবতে চাইছে। তাই সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।'' ক্রিকেট ছাড়লেও আগামী দিনের কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা এই তারকা অলরাউন্ডার।