কাবুল: ২২ গজে বাবা ছেলের অনন্য মুহূর্তের ছবি। বাবা বল করছেন। আর ছেলে প্রতিপক্ষ দলের ক্রিকেটার। বাবার প্রথম বলেই ছক্কা হাঁকালেন। এমন দৃশ্য কিন্তু কোনও গলি ক্রিকেটের নয়। কথা হচ্ছে মহম্মদ নবি ও তাঁর ছেলেকে নিয়ে। নবি আফগানিস্তান ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার। এবার ছেলে হাসান ইসাখিলও নজর কাড়লেন ২২ গজে। আফগানিস্তানের শাপাগিজা ক্রিকেট লিগে বাবা ও ছেলে দুটো আলাদা দলের হয়ে খেলছেন। সেই ম্য়াচেই বাবার বলে গ্যালারিতে ফেললেন সদ্য আঠারো পেরনো হাসান। নেট দুনিয়ায় ভাইরাল সেই ক্লিপ।
কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই লড়াইয়ে এমআইএস আইনাক রিজিয়ন এবং আমো শার্ক দুটো দল। সেই ম্য়াচে আইনাক রিজিয়নের হয়ে খেলছিলেন নবি। অন্য়দিকে ছেলে হাসান খেলছিলেন আমো শার্কসের হয়ে। সেই দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন হাসান। এর থেকে বোঝাই যাচ্ছে যে হাসান কিন্তু বাবার মত অলরাউন্ডার নন। তিনি পরিপক্ক একজন ব্যাটার। ম্য়াচের নবম ওভারে নবি বল করতে এলে প্রথম বলেই হাসান বাবার বল গ্যালারিতে ফেললেন। ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলেন ম্য়াচে হাসান। হাসানের কাছে ছক্কা হজম করে কোথাও যেন একটু হতকচিত হয়ে গিয়েছিলেন মহম্মদ নবিও। এছাড়া স্টেডিয়ামের ম্য়াচে যাঁরা ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, তাঁরাও প্রশংসা করেন হাসানের।
উল্লেখ্য, জাতীয় দলে ছেলের সঙ্গে খেলার ইচ্ছে কিছুদিন আগে প্রকাশ করেছিলেন নবি। ৩০৮ আন্তর্জাতিক ম্য়াচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন নবি বলেছিলেন, ''আমি চাই হাসান নিজের লক্ষ্য ঠিক করে নিক কী করতে হবে তা। যদি একজন সফল ক্রিকেটার হতে হয়, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। ৫০ বা ৬০ রান করলে চলবে না। তোমায় ১০০-র বেশি রান করতে হবে। ও সেটা শুনছে আর সবসময় পরিশ্রম করছে। আমার স্বপ্ন আমরা দুজনে একসঙ্গে দেশের জার্সিতে যাতে খেলতে পারি। ছেলে তাই কঠোর পরিশ্রম করছে। আমিও ওক অনুপ্রাণিত করার চেষ্টা করে যাচ্ছি।''
ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ২০২৩ সালে নজরকাড়া পারফর্ম করেছিলেন হাসান। ৩২ বলে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। এছাড়া গত বছর কাবুল প্রিমিয়ার লিগে ৫১ বলে ১৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বাবার মতই দেশের জার্সি গায়ে চাপিয়ে সিনিয়র দলের হয়ে মাঠে নামাই একমাত্র লক্ষ্য এখন হাসানের।