কলকাতা: জাতীয় দলের জার্সিতে তিনি শেষ যে টি-২০ ম্যাচ খেলেছিলেন, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই ম্য়াচে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং ছারখার করে দিয়েছিলেন। তিন উইকেট নিয়ে তিনিই ছিলেন ভারতের সেরা বোলার। টিম ইন্ডিয়া সেই ম্যাচে দেড়শো রানে হারিয়েছিল ইংরেজদের।

Continues below advertisement

সেই মহম্মদ শামি ফের ভারতের হয়ে টি-২০ ক্রিকেট খেলতে মরিয়া। সামনের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় নির্বাচকদের বার্তা দিতে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে খেলার সিদ্ধান্ত নিলেন ডানহাতি ফাস্টবোলার।

তিনি দিনের পর দিন রঞ্জি ট্রফিতে বল হাতে আগুন ছোটাচ্ছেন। তবু জাতীয় নির্বাচকদের মন ভিজছে না। রঞ্জি ট্রফিতে ইডেনে পরপর দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন। একটি ম্যাচের সেরার পুরস্কারও পান। গুজরাতের বিরুদ্ধে ইডেনে শামির আট উইকেটের তাণ্ডব মাঠে বসে দেখে গিয়েছিলেন অন্যতম জাতীয় নির্বাচক, প্রাক্তন ফাস্টবোলার রুদ্র প্রতাপ সিংহ। ইডেনে সেই ম্যাচের পরে শামির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছিল আর পি সিংহকে। যে ছবি দেখে আশায় বুক বেঁধেছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। অনেকেই ধরে নিয়েছিলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে শামি ডাক পেতে চলেছেন।

Continues below advertisement

যদিও সব প্রত্যাশায় জল ঢেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলের দরজাও বন্ধই থাকে শামির জন্য। তারই মাঝে শোনা গিয়েছিল, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের ফাঁকে কল্যাণীতে বাংলা বনাম অসম ম্যাচে শামির বোলিং দেখতে যাবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। যদিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ আড়াই দিনের ভেতর শেষ হয়ে যাওয়ার পর আগরকর মুম্বই ফিরে যান। শামি কীরকম বোলিং করছেন, কতটা ফিট, নিজের চোখে না দেখেই।

শামি যে তা নিয়ে খুব একটা খুশি, সেরকম শোনা যায়নি। বরং ভেতর ভেতর ফুটছেন। কল্যাণীতে রঞ্জি ম্যাচের ফাঁকে মুখে যদিও বলেছেন, 'আমার কারও কাছে কিছু প্রমাণ করার নেই।' তবে শামি যে উপেক্ষার জবাব উইকেট নিয়েই দিতে চান, তা স্পষ্ট।

রঞ্জি ট্রফিতে দুরন্ত বোলিং করছেন। বিরাট কোহলির ব্যক্তিগত কোচ রাজকুমার শর্মা, যিনি অসম দলের মেন্টর হিসাবে কল্যাণীতে সামির বোলিং দেখেছেন, বলেছেন, 'শামিকে অবিলম্বে ভারতীয় দলে ফেরানো উচিত।'

শামিও লড়াই ছাড়ার বান্দা নন। কল্যাণী থেকে বুধবার কলকাতা বিমানবন্দর হয়ে উত্তর প্রদেশের আমরোহার বাড়িতে ফিরে যাচ্ছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ বঢোদরার বিরুদ্ধে, হায়দরাবাদে আগামী ২৬ নভেম্বর। সরাসরি হায়দরাবাদে গিয়ে বাংলা দলের সঙ্গে যোগ দেবেন শামি।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে নজরকাড়া বোলিং করে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের দরজায় ধাক্কা দিতে চান ফাস্টবোলার শামি।