মুম্বই: আর মাত্র দিনকয়েকের অপেক্ষার তারপরেই ভারতীয় দল আরও এক আইসিসি ইভেন্টে নামতে চলেছে। ফেব্রুয়ারিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। শেষ আইসিসি ইভেন্টে খেতাব এসেছিল টিম ইন্ডিয়ার হাতে। টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার আরও এক খেতাব জয়ের অঙ্গীকার করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তিতে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই অনুষ্ঠানেই চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের অন্তর্গত হয়ে ট্রফিটি ওয়াংখেড়েতে এসে উপস্থিত হয়েছিল। এই ইভেন্টে সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর থেকে রোহিত শর্মা, অতীত থেকে বর্তমানের একগুচ্ছ তারকা উপস্থিত ছিলেন। সেখানেই রোহিত জানান তাঁর দল ফের একবার ওয়াংখেড়েতে আরও এক আইসিসি ট্রফি নিয়ে পূর্ণ চেষ্টা করবেন।
রোহিত বলেন, 'আমি নিশ্চিত আমরা যখন দুবাইতে পৌঁছব, তখন গোটা ১৪০ কোটি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ওটা (চ্যাম্পিয়ন্স ট্রফি) জেতার এবং ট্রফিটা ওয়াংখেড়েতে আনার পূর্ণ চেষ্টা করব।' রোহিত বাহিনী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের চ্য়াম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। এরপরে ২৩ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ২ মার্চ গ্রুপ পর্বে রোহিতদের শেষ ম্য়াচে প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড। ভারতীয় দল দুবাইয়েই নিজেদের সমস্ত ম্যাচ খেলবে। সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছলে টিম ইন্ডিয়ার সেই ম্যাচগুলিও হবে দুবাইতেই।
ইতিমধ্যেই চ্য়াম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে গিয়েছে। ১৫ সদস্যের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। দলে রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও। ১ বছরের বেশি সময় পর ফের আইসিসি ইভেন্টের দলে ঢুকে পড়লেন মহম্মদ শামি । রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন এই টুর্নামেন্টে শুভমন গিল।
অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত শর্মার ওয়ান ডে ফর্ম্যাটেও দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী আদৌ তিনি অধিনায়ক থাকবেন কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। হিটম্যানের সঙ্গে বৈঠকেও বসেন গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। সেখানেই নাকি রোহিত বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাঁকে সময় দিতে। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলিও রয়েছেন।
শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করার পুরস্কার পেলেন। তিনি সুযোগ পেয়েছেন দলে। হার্দিক পাণ্ড্য ফিরেছেন। অক্ষর পটেল ও কুলদীপ যাদবকেও রাখা হয়েছে স্কোয়াড। এদিন যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলবে। ইংল্যান্ড সিরিজ়ে বদল বলতে শুধু একটাই। বুমরা সেই সিরিজ়ে খেলবেন না। পরিবর্তে হর্ষিত রানাকে দলে রাখা হয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্রাত্য স্য়ামসনের বিরুদ্ধে বিস্ফোরক কেরল ক্রিকেট সংস্থার সভাপতিও