নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের সাত নম্বর জার্সি ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। এই সাত নম্বর জার্সি পরেই দীর্ঘদিন ধরে ক্রিকেটের মঞ্চ মাতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। কেউ নিজের জন্মদিন, কেউ নিজের পছন্দের নম্বর আবার কেউ স্রেফ লাকি মনে করেই নিজেদের জার্সি নম্বর নির্বাচন করেন। ধোনির কী কারণে জার্সি নম্বর হিসাবে সাত বেছে নিয়েছিলেন জানালেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই।


ধোনিকে সম্প্রতি এক ইভেন্টে তাঁর জার্সি নম্বর বাছাই করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই দিনেই আমার জন্ম। আমার জন্মও বছরের সপ্তম মাসে। আবার আমার জন্ম সাল ১৯৮১। সেই পরিপ্রেক্ষিতে ৮-১ করলেও সাত হয়। তাই এই নম্বরটি বাছাই করে নিতে আমার খুব একটা ভাবনাচিন্তা করতে হয়নি। আমায় যখন আমার পছন্দের জার্সি নম্বর জানতে চাওয়া হয়, তখন তাই এই নম্বরটিকেই আমি বেছে নিই।'


 






কিংবদন্তি ক্রিকেটার রাঁচিতে ১৯৮১ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। সেই শহরেই এখনও থাকেন ধোনি। ভারতের হয়ে তাঁর সময়ে উপলব্ধ সমস্ত রকমের আইসিসি ট্রফি জিততে সক্ষম হন ধোনি, যা তাঁকে কিংবদন্তির আসনে বসায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন অবসর নিলেও, তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এ মরশুমের আইপিএলেও তাঁকে ফের একবার চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। 


সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই দফায় দফায় অনুশীলন সারতে দেখা গিয়েছে ধোনিকে (MS Dhoni)। সম্প্রতি ফের একবার ব্যাট, প্যাড পরে নেটে অনুশীলন সারতে দেখা গেল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এই অনুশীলনে সকলের নজর কাড়ে ধোনির ব্যাটের স্পনসর। গত বছর ধোনির তত্ত্বাবধানেই রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতেছিল সিএসকে। ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের জন্য এ মরশুমে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সম্প্রতি নেটে ধোনি যে ব্যাট দিয়ে অনুশীলন সারেন, সেই ব্যাটে স্পনসরের ভূমিকায় দেখা গেল 'প্রাইম স্পোর্টস'র নাম। এই প্রাইম স্পোর্টস আদপে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনির ছোটবেলার বন্ধু পরমজিত সিংহের মালিকাধীন এক কোম্পানি।


শুরুর দিকে ধোনির ক্রিকেট কেরিয়ারে এই পরমজিত সিংহ এবং প্রাইম স্পোর্টসের বিরাট অবদান ছিল। তাঁর জীবনকাহিনি নিয়ে তৈরি 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টরি'-তেও পরমজিত কীভাবে ধোনিকে নিজের প্রথম ব্যাট স্পনসর পেতে সাহায্য করেছিলেন, তার ঝলক দেখা গিয়েছে। কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে সম্ভবত বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্য নিয়েই নিজের ব্যাটে তাঁর কোম্পানির নাম লাগিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগেই চাপে ইংল্যান্ড, গোটা সিরিজ় থেকেই ছিটকে গেলেন তারকা বোলার