মুম্বই: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ইতিমধ্যেই। তবে আইপিএলের মঞ্চে এখনও দেখা যাবে বিরাট কোহলিকে। আর এই টুর্নামেন্টে তাঁর দল আরসিবি একবারও খেতাব জিততে না পারলেও নিজে ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন ও গড়েছেন। প্রায় সবকটি দলের বিরুদ্ধেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন। কিন্তু একটি দলের বিরুদ্ধে যখনই আইপিএলে খেলতে নামতেন, তখনই কিছুটা চাপ অনুভব করে থাকেন কোহলি।
গত ১৮ আগস্টই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১৬ বছর পূর্ণ করেছেন। সম্প্রতি স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল তাঁর পছন্দের আইপিএল দল, যে দলের বিরুদ্ধে খেলাটা বেশি চ্যালেঞ্জিং অনুভব করেন। মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে বিরাটকে বেছে নিতে বলা হয়েছিল। সেখানেই প্রাক্তন ভারত অধিনায়ক জানান, আরসিবি ছাড়া তাঁর পছন্দের দল হল কলকাতা নাইট রাইডার্স।
এম এস ধোনি ও এবি ডিভিলিয়ার্সের মধ্যে কোন ক্রিকেটার বেশি পছন্দের? সেই উত্তরে বিরাট জানান যে দু জন ক্রিকেটারই তাঁর খুব কাছের।
বিরাট কোহলি এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন। মোট ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ান ডে ও ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টের ১৯১ ইনিংসে কোহলি ৪৯.১৫ গড়ে ৮৮৪৮ রান করেছেন। কিং কোহলি টেস্টে ২৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি করেছেন।ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান।
এছাড়া ওয়ান ডে ফর্ম্য়াটে ২৮৩ ইনিংসে ৫৮.১৮ গড়ে ১৩,৯০৬ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৫০টি সেঞ্চুরি ও ৭২টি হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ১১৭ ইনিংসে ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন ও ১টি শতরান ও ৩৮টি অর্ধশতরান রয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন বিরাট।
২০১১ সালে বিরাট ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেই টুর্নামেন্টে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেই দলেরই তরুণ সদস্য ছিলেন। ধোনির পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বিরাট।
আরও পড়ুন: ক্রিকেট-বলিউডের নতুন মেলবন্ধন? তরুণ ভারতীয় ক্রিকেটারের এই সুন্দরী বান্ধবীকে চেনেন?