মুম্বই: আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন সূর্যকুমার যাদব। কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ ও বিশ্ব। প্রথমে চিকিৎসকরা প্রতিবাদে মুখর হলেও পরে তাতে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্ষেত্রের মানুষ। বিশ্বজুড়ে নারীরা মৌন মিছিল, প্রতিবাদ সভা, রাত দখলের মত একাধিক কর্মসূচি নিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের তারকারাও এই ইস্যুতে সরব হয়েছেন। সেই তালিকায় আছেন হরভজন সিংহ, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। এবার সেই তালিকায় নাম লেখালেন সূর্যকুমার যাদবও। 


নিজের সোশ্য়াল মিডিয়া ইনস্টাগ্রামে স্টোরিতে সূর্যকুমার লিখেছেন, ''নিজের পুত্র সন্তানকে শিক্ষিত করুন''। তার ওপর লেখা ছিল 'প্রোটেক্ট ইউর ডটার', যদিও সেই লেখাটা কেটে দেওয়া ছিল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রত্যেক পুরুষ, প্রত্যেক স্বামী, প্রত্যেক বাবা, প্রত্যেক ভাই ও প্রত্য়েক বন্ধুদের বার্তা দিতে চেয়েছেন সূর্যকুমার।




এর আগে গতকাল প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহও আওয়াজ তুলেছেন আর জি কর ইস্যুতে। ঘটনাটিকে সমাজের নারী সুরক্ষা ও সম্মানের অবমাননা বলে জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে দ্রুত এই ঘটনার নিষ্পত্তির আর্জি জানিয়েছেন হরভজন। তিনি লেখেন, 'কলকাতায় ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা, যা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার বিচারে বিলম্ব হওয়ার আমি গভীরভাবে শোকাহত এবং আহত।  আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদির এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্জি জানাচ্ছি তাঁরা যাতে গোটা বিষয়টার দ্রুত তদন্ত করেন। মহিলাদের সুরক্ষা ও সম্মানের বিষয়ে কোনওরকম আপোস করা সম্ভব নয়।'


এবার আর জি কর কাণ্ড নিয়ে সরব হলেন মহম্মদ সিরাজ়। জাতীয় দলের তারকা পেসার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ক্লিপিং সম্বলিত একটি কোলাজ় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'এবার আপনাদের অজুহাত কী? নাকি এবারও ওই মহিলার দোষ ছিল? কারণ মেন উইল বি মেন, তাই না?'


এর আগে আর জি কর ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন যশপ্রীত বুমরাও। ভারতীয় দলের তারকা পেসার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় মর্মাহত। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় জোরাল বার্তা দিলেন বুম বুম বুমরা।


সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন আমদাবাদের ডানহাতি পেসার। ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরা লিখলেন, 'মহিলাদের পথ বদলাতে বলবেন না। দেশটাকেই বদলে ফেলুন। প্রত্যেক মহিলারই আরও ভাল কিছু প্রাপ্য।'